জীববৈচিত্র্য মাল্টিপ্ল চয়েস কোয়েচেনস্ (MCQ) | Biodiversity | Evs Pedia |

 জীববৈচিত্র্য মাল্টিপ্ল চয়েস কোয়েচেনস্ (MCQ)

জীববৈচিত্র্য মাল্টিপ্ল চয়েস কোয়েচেনস্ (MCQ)

1. ভারতের জীববৈচিত্র্য কোন্ ধরনের?

(a) আলফা বৈচিত্র্য

(b) বিটা বৈচিত্র্য

(c) গামা বৈচিত্র্য*

(d) ফাই বৈচিত্র্য

2. জীববৈচিত্র্যের সুপারমার্কেট বা বড়োবাজার হল –

(a) মাটিগাড়া বাজার

(b) হাতিবাগান বাজার

(c) জলাভূমি*

(d) তিস্তা বাজার

3. রামসার ক্ষেত্র বলতে বোঝায়-

(a) মরুভূমি

(b) জলভূমি*

(c) মালভূমি

(d) সমভূমি

4. ন্যাশনাল ওয়েস্টল্যান্ড ডেভেলপমেন্ট বোর্ড গঠন করা হয়-

(a) 1955 সালে

(b) 1965 সালে

(c) 1975 সালে

(d) 1985 সালে*

5. সামুদ্রিক জাতীয় উদ্যানটি হল-

(a) মান্নার*

(b) প্যাংগং

(c) হিসার

(d) পারমাদান

6. নিম্নলিখিত কোন্‌টি পাখিরালয়?

(a) পুলিকট হ্রদ*

(b) প্যাংগং হ্রদ

(c) সিমলিপাল

(d) বন্দিপুর

7. নিম্নলিখিত কোন্‌টি iucn-এর মতে সুরক্ষিত বনভূমি বা প্রোটেকটেড ফরেস্ট নয়?

(a) জাতীয় উদ্যান

(b) বন্যপ্রাণী অভয়ারণ্য

(c) বায়োস্ফিয়ার রিজার্ভ

(d) যৌথ ব্যবস্থাপনার অন্তর্গত বনভূমি*

৪. সুরক্ষিত বনভূমি বা প্রোটেকটেড ফরেস্ট কয় প্রকার?

(a) 6

(b) 2*

(c) 10

(d) প্রকারভেদ নেই

9. বায়োস্ফিয়ার রিজার্ভের কোন্ এলাকায় মানুষের বসবাস নিষিদ্ধ?

(a) কোর অঞ্চল*

(b) বাফার অঞ্চল

(c) ট্র্যানজিসন অঞ্চল

(d) অন্যান্য অঞ্চল

10. রেণ বা পোলেন সংরক্ষণ করে জীবের কোন্ বৈচিত্র্য রক্ষা করা যায়?

(a) বর্ণ বৈচিত্র্য

(b) খাদ্য বৈচিত্র্য

(c) জিনগত বৈচিত্র্য*

(d) পুষ্প বৈচিত্র্য




11. বিটা বৈচিত্র্যের (b-diversity) উদ্ভাবক কে?

 (a) ট্যান্‌সলে

(b) হেকেল

(c) চার্লস এলটন

(d) হুইটেকার*

12. নিম্নলিখিত কোন্ বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কোনো ছোটো অঞ্চলের মধ্যে জীববৈচিত্র্যকে বোঝায়?

(a) আলফা বৈচিত্র্য*

(b) বিটা বৈচিত্র্য

(c) গামা বৈচিত্র্য

(d) ফাই বৈচিত্র্য

13. নিম্নলিখিত কোন্ বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কোনো বৃহৎ অঞ্চলের মধ্যে জীববৈচিত্র্যকে বোঝায়?

(a) আলফা বৈচিত্র্য

(b) বিটা বৈচিত্র্য

(c) গামা বৈচিত্র্য*

(d) ফাই বৈচিত্র্য

14. কোনো বাসস্থলে অন্যান্য প্রজাতির জীব থাকলেও একটি বিশেষ প্রজাতির জীবের অনুপস্থিতিকে বলে-

(a) আলফা বৈচিত্র্য

(b) বিটা বৈচিত্র্য

(c) গামা বৈচিত্র্য

(d) অন্ধকার বা ডার্ক বৈচিত্র্য*

15. আমেরিকা থেকে ভারতে গম আমদানি করার সময়ে যে আগন্তুক গাছ এদেশে এসেছে ও বিস্তার লাভ করেছে-

(a) পার্থেনিয়াম*

(b) চা

(c) আলু

(d) রবার

16. মেক্সিকো থেকে আসা যে আগন্তুক বাহারি গাছ ভারতে বিস্তার লাভ করেছে-

(a) মানি প্ল্যান্ট

(b) ল্যানটানা*

(c) সিঙ্কোনা

(d) তুলসী

17. অতিরিক্ত শিকার করার ফলে যে প্রজাতির পাখি বিলুপ্ত হয়েছে—

(a) শকুন

(b) চড়ুই

(c) ডোডো*

(d) বক

18. ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের জীববৈচিত্র্য কোন্ শ্রেণির?

(a) আলফা বৈচিত্র্য

(b) বিটা বৈচিত্র্য

(c) গামা বৈচিত্র্য*

(d) ফাই বৈচিত্র্য

19. ভারতকে কয়টি জীবভৌগোলিক অঞ্চলে বিভক্ত করা যায়?

(a) 5টি

(b) 10টি*

(c) ৪টি

(d) 17টি

20. রাষ্ট্রপুঞ্জের কোন্ সংস্থা Red Data Book প্রকাশ করে?

(a) UNO

(b) UNESCO

(c) UNFCCCD

(d) IUCN*


biodiversity


21. বায়োডাইভার্সিটি হটস্পট কথাটি কে প্রথম চালু করেন?

(a) ডবল্যু জি রোজেন*

(b) ব্রুন্টল্যান্ড

(c) র‍্যাচেল কারসন

(d) চার্লস ডারউইন

22. বায়োডাইভার্সিটি হটস্পটের ধারণা কোন্ সালে প্রথম চালু হয়?

(a) 1861

(b) 1988*

(c) 1962

(d) 1945

23. জীববৈচিত্র্য কয় ধরনের?

(a) 1

(b) 2

(c) 3*

(d) 4

24. বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কয় ধরনের?

(a) 1

(b) 2

(c) 3*

(d) 4

25. বন্য ধানের প্রজাতি থেকে রোগ প্রতিরোধী ধানের প্রজাতি তৈরি করা হলে, তা নিম্নলিখিত কোন্‌টির উদাহরণ?

(a) জিনগত বৈচিত্র্য*

(b) প্ৰজাতিগত বৈচিত্র্য

(c) বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য

(d) ডার্ক বৈচিত্র্য

26. উচ্চফলনশীল গমের বীজ নিম্নলিখিত কোন্‌টির উদাহরণ?

(a) জিনগত বৈচিত্র্য*

(b) প্ৰজাতিগত বৈচিত্র্য

(c) বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য

(d) ডার্ক বৈচিত্র্য

27. সংকর জাতের কুকুর নিম্নলিখিত কোন্ বৈচিত্র্যের

অন্তর্গত?

(a) জিনগত বৈচিত্র্য*

(b) প্ৰজাতিগত বৈচিত্র্য

(c) বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য

(d) ডার্ক বৈচিত্র্য

28. সরলবর্গীয় বনভূমিতে পাইন গাছের অরণ্য নিম্নলিখিত কোন্ বৈচিত্র্যের অন্তর্গত?

(a) জিনগত বৈচিত্র্য

(b) প্ৰজাতিগত বৈচিত্র্য*

(c) বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য

(d) ডার্ক বৈচিত্র্য

29. ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের জীববৈচিত্র্য কোন্ স্তরের বৈচিত্র্য?

(a) জিনগত বৈচিত্র্য

(b) প্ৰজাতিগত বৈচিত্র্য*

(c) বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য

(d) ডার্ক বৈচিত্র্য

30. বর্ষাকালে গঙ্গায় ইলিশ মাছের প্রাধান্য কোন্ ধরনের বৈচিত্র্য?

(a) জিনগত বৈচিত্র্য

(b) প্ৰজাতিগত বৈচিত্র্য

(c) বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য*

(d) ডার্ক বৈচিত্র্য




31. নিম্নলিখিত কোন্‌টি ভারতের জীবভৌগোলিক অঞ্চল?

(a) বঙ্গোপসাগর

(b) হিমালয়*

(c) আরব সাগর

(d) আরাবল্লী

32. ভারতের কোন্ জীবভৌগোলিক অঞ্চলে স্নো লেপার্ড পাওয়া যায়?

(a) ট্রান্স হিমালয় অঞ্চল*

(b) ভারতীয় মরু অঞ্চল

(c) উপকূলীয় অঞ্চল

(d) দাক্ষিণাত্যের মালভূমি

33. ভারতের কোন্ জীব ভৌগোলিক অঞ্চলে সুন্দরীগাছ আছে?

(a) ট্রান্স হিমালয় অঞ্চল

(b) ভারতীয় মরু অঞ্চল

(c) উপকূলীয় অঞ্চল*

(d) দাক্ষিণাত্যের মালভূমি

34. ভারতের কোন্ জীবভৌগোলিক অঞ্চলে বুনো গাধা সংখ্যাধিক?

(a) ট্রান্স হিমালয় অঞ্চল

(b) ভারতীয় মরু অঞ্চল*

(c) উপকূলীয় অঞ্চল

(d) দাক্ষিণাত্যের মালভূমি

35. কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি (CBD) কী?

(a) আন্তর্জাতিক চুক্তি*

(b) আন্তর্জাতিক নিষেধাজ্ঞা

(c) সর্বভারতীয় সম্মেলন

(d) সর্বভারতীয় র‍্যালি

36. কোন্ সালে কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি স্বাক্ষরিত হয়েছে?

(a) 1951 সালে

(b) 1983 সালে

(c) 1992 সালে*

(d) 2002 সালে

37. আন্তর্জাতিক ক্ষেত্রে জীববৈচিত্র্যের সংরক্ষণের জন্য কোন্ চুক্তি সাক্ষরিত হয়েছে?

(a) মনট্রিল চুক্তি

(b) প্যারিস চুক্তি

(c) কিয়োটো চুক্তি

(d) CBD চুক্তি*

38. মানুষ ও বন্যজীব দ্বন্দ্বের মূল কারণ কোন্‌টি?

(a) জনসংখ্যা বৃদ্ধি ও শহরায়ণ

(b) অরণ্য ধ্বংসের কারণে বন্যজীবের খাদ্যের*

(c) অশিক্ষা

(d) চোরা শিকার

39. পশ্চিমবঙ্গের উত্তরের কয়েকটি জেলায় মানুষের সঙ্গে কোন্ প্রাণীর দ্বন্দ্বের ঘটনা বেশি ঘটছে?

(a) বাঘ

(b) হাতি*

(c) গন্ডার

(d) হায়না

40. পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে কোন্ প্রাণীর সঙ্গে মানুষের দ্বন্দ্ব দীর্ঘদিনের?

(a) ঘড়িয়াল

(b) বাঘ*

(c) মাছ

(d) মৌমাছি




41. পশ্চিমবঙ্গের জঙ্গলমহল ও কেরালার জঙ্গলে মানুষের সঙ্গে কোন্ প্রাণীর দ্বন্দ্ব প্রকট হয়েছে?

(a) হাতি*

(b) পাইথন

(c) বাঘ

(d) সিংহ

42. ‘পোচিং’ শব্দের অর্থ কী?

(a) ডিম ভাজা

(b) চোরা শিকার ও বেআইনি ভাবে গাছ কাটা*

(c) গন্ডার মারা

(d) বাঘ মারা

43. ‘হ্যাবিট্যাট লস’ বলতে কী বোঝায়?

(a) অর্থের ক্ষতি

(b) বাড়ি ঘরের ক্ষতি

(c) পারিবারিক ক্ষতি

(d) প্রাকৃতিক বাসভূমির ক্ষতি*

44. মানুষ পরিবেশ থেকে বিনামূল্যে যে পরিসেবা (services) পায় তাকে বলে—

(a) প্রাকৃতিক পরিসেবা

(b) সরকারি পরিসেবা

(c) মানবিক পরিসেবা

(d) বাস্তুতান্ত্রিক পরিসেবা*

45. মাটির উর্বরতা কী ধরনের বাস্তুতান্ত্রিক ও জীববৈচিত্র্যগত পরিসেবা (services)?

(a) অর্থনৈতিক পরিসেবা

(b) সামাজিক পরিসেবা

(c) নৈতিক পরিসেবা

(d) নান্দনিক পরিসেবা

46. গাছপালার ভেষজগুণ কী ধরনের বাস্তুতান্ত্রিক ও জীববৈচিত্র্যগত পরিসেবা (services)?

(a) অর্থনৈতিক পরিসেবা*

(b) সামাজিক পরিসেবা

(c) নৈতিক পরিসেবা

(d) নান্দনিক পরিসেবা

47. মানুষ নিসর্গ দৃশ্যে আনন্দ পায়, এটি কী ধরনের বাস্তুতান্ত্রিক ও জীববৈচিত্র্যগত পরিসেবা

(services)?

(a) অর্থনৈতিক পরিসেবা

(b) সামাজিক পরিসেবা

(c) নৈতিক পরিসেবা

(d) নান্দনিক পরিসেবা*

48. উৎসবে অনুষ্ঠানে ফুল ও পাতার ব্যবহার কী ধরনের বাস্তুতান্ত্রিক ও জীববৈচিত্র্যগত পরিসেবা

(services)?

(a) অর্থনৈতিক পরিসেবা

(b) সামাজিক পরিসেবা*

(c) নৈতিক পরিসেবা

(d) নান্দনিক পরিসেবা

49. নদী থেকে মাছ ধরা কী ধরনের বাস্তুতান্ত্রিক ও জীববৈচিত্র্যগত পরিসেবা (services)?

(a) অর্থনৈতিক পরিসেবা*

(b) সামাজিক পরিসেবা

(c) নৈতিক পরিসেবা

(d) নান্দনিক পরিসেবা




50. বিপন্ন বা লুপ্ত প্রায় জীব প্রজাতির তথ্য যে বই থেকে পাওয়া যায়, তাকে বলে—

(a) ব্ল্যাক ডাটা বুক

(b) রেড ডাটা বুক*

(c) গ্রিন ডাটা বুক

(d) হোয়াইট ডাটা বুক

51. অবলুপ্তির বিপদ থেকে মুক্ত জীব প্রজাতির তথ্য যে বই থেকে পাওয়া যায়, তাকে বলে—

(a) ব্ল্যাক ডাটা বুক*

(c) গ্রিন ডাটা বুক

(b) রেড ডাটা বুক

(d) হোয়াইট ডাটা বুক

52. বাস্তুতন্ত্রের পক্ষে ও মানুষের পক্ষে ক্ষতিকর জীব প্রজাতির তথ্য যে বই থেকে পাওয়া যায়, তাকে বলে-

(a) ব্ল্যাক ডাটা বুক*

(c) গ্রিন ডাটা বুক

(b) রেড ডাটা বুক

(d) হোয়াইট ডাটা বুক হয়?

53. রেড ডাটা বুকে জীবের অবলুপ্তির প্রবণতা অনুসারে জীব প্রজাতিকে কয় ভাগে ভাগ করা

(a) 9*

(b) রেড ডাটা বুক

(c) 11

(d) হোয়াইট ডাটা বুক

54. কোনো প্রজাতির জীবকে শেষ কত বছর দেখা না গেলে লুপ্ত (extinct) বলা হবে?

(a) 25

(b) 30

(c) 40

(d) 50*

55. জীবজগৎ থেকে মানুষ যে সম্পদ আহরণ করে, তাকে জীববৈচিত্র্যের যে ব্যাবহারিক মূল্য (use value) বলে-

(a) প্রত্যক্ষ (direct)*

(b) অপ্রত্যক্ষ (indirect)

(c) চিরাচরিত (conventional)

(d) অচিরাচরিত (non-conventional)

56. জীবের শুক্রাণু বা ডিম্বাণুকে ল্যাবরেটরিতে সংরক্ষণ করাকে যে কনজারভেশন বলে-

(a) ইন-সিটু (in-situ)

(b) এক্স-সিটু (ex-situ)*

(c) ট্র্যানসিটু (transitu)

(d) ইনট্র্যানসিটু (intransitu)

57. চিনে ব্যাংক, বোটানিক্যাল গার্ডেন জীবের কী ধরনের সংরক্ষণে সাহায্য করে?

(a) ইন-সিটু (in-situ)

(b) এক্স-সিটু (ex-situ)*

(c) ট্র্যানসিটু (transitu)

(d) ইনট্র্যানসিটু (intransitu)

58. নিজ বাসভূমিতে জীবের সংরক্ষণকে বলা হয়—

(a) ইন-সিটু (in-situ)*

(b) এক্স-সিটু (ex-situ)

(c) ট্র্যানসিটু (transitu)

(d) ইনট্র্যানসিটু (intransitu)

59. উদ্ভিদ ও প্রাণীর বাসভূমি হিসাবে সংরক্ষিত ছোটো আয়তনের বনভূমিকে বলে—

(a) হটস্পট

(b) বায়োস্ফিয়ার রিজার্ভ

(c) অভয়ারণ্য (sanctuary)*

(d) ন্যাশনাল পার্ক

60. যে জীবভৌগোলিক অঞ্চলে জীববৈচিত্র্য থাকলেও যা নানা কারণে বিপন্ন হয়েছে, তাকে বলে-

(a) হটস্পট*

(b) বায়োস্ফিয়ার রিজার্ভ

(c) অভয়ারণ্য (Sanctuary)

(d) ন্যাশনাল পার্ক





61. মৌমাছির কামড়ের ওষুধ “এপিস মেল”-এর উৎস কোন্‌টি?

(a) মৌমাছি*

(b) নয়নতারা

(c) সিঙ্কোনা

(d) সর্পগন্ধা

62. ম্যালেরিয়ার ওষুধ “কুইনাইন”-এর উৎস কোন্‌টি?

(a) মৌমাছি

(b) নয়নতারা

(c) সিঙ্কোনা*

(d) সৰ্পৰ্গন্ধা

63. রক্তচাপ সংক্রান্ত সমস্যার ওষুধ “রেসারপিন”-এর উৎস কোন্‌টি?

(a) মৌমাছি

(b) নয়নতারা

(c) সিঙ্কোনা

(d) সৰ্পৰ্গন্ধা*

64. লিউকেমিয়া (রক্তের ক্যানসার)-এর ওষুধ “ভিনক্রিসটিন”-এর উৎস কোন্‌টি?

(a) মৌমাছি

(b) নয়নতারা*

(c) সিঙ্কোনা

(d) সৰ্পৰ্গন্ধা

65. রক্তচাপ ও লিভার সংক্রান্ত সমস্যার ওষুধ “অশ্বগন্ধা”-র উৎস কোন্‌টি?

(a) সাপের বিষ

(b) অশ্বগন্ধা*

(c) তুলসী

(d) নিম

66. “অ্যান্টিভেনম” বা সাপে কাটার ওষুধ পাওয়া যায় কোন্ উৎস থেকে?

(a) সাপের বিষ*

(b) অশ্বগন্ধা

(c) তুলসী

(d) নিম

67. মাড়ির অসুখ সারাতে ওষুধের উৎস কোন্‌টি?

(a) সাপের বিষ

(b) অশ্বগন্ধা

(c) তুলসী

(d) নিম*

68. সর্দিকাশি সারাতে ওষুধের উৎস কোন্‌টি?

(a) সাপের বিষ

(b) অশ্বগন্ধা

(c) তুলসী*

(d) নিম

69. সোরিয়া রোবাস্তা (shorea robusta) কোন্ গাছের বিজ্ঞানসম্মত নাম?

(a) বট

(b) অশ্বগন্ধা

(c) শাল*

(d) নিম

70. ফাইকাস বেংগলেনসিস (ficus bengha-lensis) কোন্ গাছের বিজ্ঞানসম্মত নাম?

(a) বট*

(b) অশ্বগন্ধা

(c) শাল

(d) নিম



71. ফাইকাস রেলিজিওসা (ficus religiosa) কোন্ গাছের বিজ্ঞানসম্মত নাম?

(a) বট

(b) অশ্বগন্ধা*

(c) শাল

(d) নিম

72. টেকটনা গ্র্যানডিস (tectona grandis) কোন্গাছের বিজ্ঞানসম্মত নাম?

(a) বট

(b) অশ্বগন্ধা

(c) শাল

(d) সেগুন*

73. নিলামবো নুসিফেরা (nelumbo nucifera) নিম্নলিখিত কোন্‌টির বিজ্ঞানসম্মত নাম?

(a) ভারতীয় কেউটে

(b) ভারতীয় পদ্ম*

(c) ভারতীয় একশৃঙ্গী গন্ডার

(d) ভারতীয় বুনোগাধা

74. নাজা নাজা (naja naja) নিম্নলিখিত কোন্‌টির বিজ্ঞানসম্মত নাম?

(a) ভারতীয় কেউটে*

(b) ভারতীয় পদ্ম

(c) ভারতীয় একশৃঙ্গী গন্ডার

(d) ভারতীয় বুনোগাধা

75. রাইনোসেরস ইউনিকরনিস (Rhinoceros Unicornis) নিম্নলিখিত কোন্‌টির বিজ্ঞানসম্মত নাম?

(a) ভারতীয় কেউটে

(b) ভারতীয় পদ্ম

(c) ভারতীয় একশৃঙ্গী গন্ডার*

(d) ভারতীয় বুনোগাধা

76. একুস হেমিওনাস খুর (Equus Hemionus Khur) নিম্নলিখিত কোন্‌টির বিজ্ঞানসম্মত নাম?

(a) ভারতীয় কেউটে

(b) ভারতীয় পদ্ম

(c) ভারতীয় একশৃঙ্গী গন্ডার

(d) ভারতীয় বুনোগাধা*

77. নিম্নলিখিত কোন্‌টি মেগা ডাইভারসিটি (Mega Diversity)-র দেশ?

(a) গ্রিনল্যান্ড

(b) পাকিস্তান

(c) জাপান

(d) ভারত*

78. হুইটেকার (whittaker)-এর নাম নিম্নলিখিত কোন্ সূচকের সঙ্গে জড়িত?

(a) দারিদ্র

(b) জীববৈচিত্র্য*

(c) মানব উন্নয়ন

(d) সুখ

79. নিম্নলিখিত কোন্‌টি ভারতের জীব ভৌগোলিক অঞ্চল নয়?

(a) আরাবল্লী অঞ্চল*

(b) ভারতীয় মরু অঞ্চল

(c) হিমালয় অঞ্চল

(d) উপকূলীয় অঞ্চল

80. নিম্নলিখিত কোন্ সময়ে জীববৈচিত্র্যের বিলুপ্তি মাপা হয় না?

(a) বর্তমান সময়*

(b) ভূতাত্ত্বিক সময়

(c) ঐতিহাসিক সময়

(d) ভবিষ্যৎ সময়


➤ জীববৈচিত্র্য (Biodiversity) সম্পর্কে বিস্তারিত আলোচনা

➤ জীব বৈচিত্র্যের গুরুত্ব

 ইন-সিটু সংরক্ষণ | ইন-সিটু সংরক্ষণের বৈশিষ্ট্য | ইন-সিটু সংরক্ষণের সুবিধা | ইন-সিটু সংরক্ষণ পদ্ধতি

➤ জীব বৈচিত্র্য সংরক্ষণের পদ্ধতি | জীববৈচিত্র্য সংরক্ষণ এর তাৎপর্য

Post a Comment (0)
Previous Post Next Post

Random Products