কুলীন বা প্রধান ও বামন গ্রহের পার্থক্য লেখ।
# | বিষয় | কুলীন বা প্রধান গ্রহ | বামন গ্রহ |
---|---|---|---|
1 | আয়তন | এদের আয়তন ও ভর অনেক বেশি। | এদের আয়তন ও ভর যথেষ্ট কম। |
2 | আকৃতি | এদের আকৃতি প্রায় গোলাকার। | অনেক ক্ষেত্রে চ্যাপ্টা। |
3 | ভরকেন্দ্র | এদের ভরকেন্দ্র নিজেদের মধ্যেই থাকে। | নিজেদের মধ্যে না ও থাকতে পারে। |
4 | বস্তুকণা | এরা কক্ষপথের আশেপাশের সমস্ত মহাজাগতিক বস্তুকণা সরিয়ে দিতে পারে। | কোনো মহাজাগতিক বস্তু কণা সরাতে পারে না। |
5 | বিচ্যুতি | এরা কখনো নিজ কক্ষপথ থেকে বিচ্যুত হয় না। | এরা অন্যের কক্ষপথে ঢুকে পড়তে পারে। |
6 | উদাহরণ | বুধ, শুক্র | সেরেস, প্লটো। |