জীব বৈচিত্র্যের শ্রেণীবিভাগ | জিনগত বৈচিত্র্য (Genetic Diversity) কাকে বলে? জিনগত বৈচিত্র্যের বৈশিষ্ট্য |

জীব বৈচিত্র্যের শ্রেণীবিভাগ বা প্রকারভেদ

জীব বৈচিত্র্য শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী ওয়াল্টার. জে. রোজেন। কোন একটি নির্দিষ্ট অঞ্চলের সমস্ত জিন প্রজাতি, বাস্তু তন্ত্রের বৈচিত্র্য ও তার সমগ্রতাকে জীববৈচিত্র্য বলে। বিজ্ঞানী Hajwood এবং Baste 1995 খ্রিস্টাব্দে জীববৈচিত্র্যকে নিম্নলিখিত ভাগে ভাগ করেন-

1.  জিনগত বৈচিত্র্য ( Genetic Diversity)

2. প্রজাতিগত বৈচিত্র্য (Species Diversity)

3. বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য (Ecosystem Diversity)


 

 

i. জিনগত বৈচিত্র্য (Genetic Diversity) - জিন জীবের বংশগতির ধারক ও বাহক। জীবের চারিত্রিক পার্থক্য নির্ধারিত হয় জিনগত পার্থক্যের উপর। কোনো নির্দিষ্ট জীব প্রজাতির মধ্যে যে জিনগত ভিন্নতা দেখা যায়, তাকে জন্মগত বা উৎপত্তিগত বা জিনগত বৈচিত্র্য বলে।


জিনগত বৈচিত্র্য (Genetic Diversity)
জিনগত বৈচিত্র্য (Genetic Diversity)

  • জিনগত বৈচিত্র্যের বৈশিষ্ট্য

 যে জীবগোষ্ঠীর জিনগত বৈশিষ্ট্য বেশি, তারা পৃথিবীতে বহুদিন বাঁচে।

• একটি প্রজাতির জিনগত বৈচিত্র্য কমলে, প্রজাতির অবলুপ্তি ঘটে।

• জিনগত বৈশিষ্ট্য কোন প্রজাতিকে বা তার বাস্তুতন্ত্রকে পরিবেশের পরিবর্তনের সাথে অভিযোজিত   করে।

 জীবপ্রজাতির প্রত্যেকেরই জিন সংক্রান্ত তথ্যভান্ডার বর্তমান।

 জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের ভিন্নতা আসে জিনগত বৈচিত্র্যের জন্য।

• জিনগত বৈচিত্রের সংখ্যার ওপর প্রজাতি সংখ্যা নির্ভর করে। আবার প্রজাতির সংখ্যার উপর জীববৈচিত্রের প্রাচুর্য ও স্বল্পতা নির্ভর করে।

• যে প্রজাতির জিনগত বৈশিষ্ট্য যত বেশি তার জীবের সংখ্যা তত বেশি।

∆ নিয়ন্ত্রক- জিনগত বৈচিত্র্য দুটি বিষয়ের উপর নির্ভর –

i. জিনের ভিন্নতা 

ii. পরিবেশগত প্রভাব

উদাহরণ -

প্রজাতি

জিনগত বৈচিত্র্য

মানুষ

35 -45 হাজার

ধান

32- 50 হাজার

আখ

200 প্রকার (ভারত)

ফাজভাইরাস

100 প্রকার

মাইকোপ্লাজমা

450-700প্রকার



Post a Comment (0)
Previous Post Next Post

Random Products