প্রজাতিগত বৈচিত্র্য (Species Diversity) কাকে বলে? প্রজাতিগত বৈচিত্র্যের বৈশিষ্ট্য | প্রজাতিগত বৈচিত্র্যের শ্রেণীবিভাগ |

প্রজাতিগত বৈচিত্র্য (Species Diversity)

প্রজাতিগত বৈচিত্র্য (Species Diversity)- কোনো নির্দিষ্ট অঞ্চলে বহুসংখ্যক উদ্ভিদ ও প্রাণী প্রজাতির সমাহারকে ঐ অঞ্চলের প্রজাতিগত বৈচিত্র্য বলে। উল্লেখ্য নির্দিষ্ট গুণসম্পন্ন জীবকূলকে প্রজাতি বলে। বাস্তুতন্ত্রে যত ভিন্ন প্রকার প্রজাতি রয়েছে তাদের সম্মিলিতভাবে প্রজাতি বৈচিত্র্য বলে।

প্রজাতিগত বৈচিত্র্য (Species Diversity)
প্রজাতিগত বৈচিত্র্য (Species Diversity)


  • প্রজাতিগত বৈচিত্র্যের বৈশিষ্ট্য-

 প্রজাতিগত বৈচিত্র্য বিশ্বে সর্বত্র সমান নয়।

 প্রজাতির বৈচিত্র্য দ্বারা বিভিন্ন দেশে জীববৈচিত্র্য বর্ণিত হয়।

 জীবমন্ডলের প্রজাতির মধ্যে একটি সুসম্পর্ক রয়েছে।

যেমন- প্রজাতিগণগোত্রবর্গশ্রেণিরাজ্য

• প্রজাতিসমূহ বাস্তুতন্ত্রে পারস্পরিক নির্ভরতার মধ্যে জীবনচক্র সম্পন্ন করে।

• বিভিন্ন প্রজাতির জনসংখ্যাগত পার্থক্য যথেষ্ট দেখা যায়।

 কোন প্রজাতির জনসংখ্যাধিক্য বা জনস্বল্পতা জীবপ্রজাতির বৈশিষ্ট্য। 

 কোন বাস্তুতন্ত্রের সাম্যবস্থা নির্ভর করে প্রজাতির সমতার উপর।

• প্রজাতির বৈচিত্র নির্ভর করে প্রজাতির প্রাচুর্য ও প্রজাতির সমতার উপর।

• একটি একক অঞ্চলে, বিভিন্ন প্রজাতির জীবদের আধিক্যকে প্রজাতির প্রাচুর্য বলে এবং একটি নির্দিষ্ট অঞ্চলের বিভিন্ন প্রজাতির সদস্যদের সংখ্যার সমতা হল প্রজাতির সমতা।

  • প্রজাতিগত বৈচিত্র্যের শ্রেণীবিভাগ -

    ➧ প্রজাতি সমৃদ্ধি - কোনো নির্দিষ্ট অঞ্চলে সর্বমোট প্রজাতির সংখ্যা হল প্রজাতির সমৃদ্ধি। বিশ্ব সংরক্ষণ উপদেষ্টা কেন্দ্রের (World Conservation Monitoring Centre WCMC, 1992) গণনা অনুসারে বলা যায় পৃথিবীতে অস্তিত্ব রয়েছে এমন প্রজাতির সংখ্যা প্রায় 1.25 কোটি।

 

 

সমষ্টি

বর্ণিত প্রজাতির সংখ্যা

নির্ণীত মোট প্রজাতির সংখ্যা

1. প্রানী: মেরুদন্ডী

45,000

50,000

(i)           স্তন্যপায়ী

4,650

 

(ii)         পাখি

9,700

 

(iii)       সরীসৃপ

6,800

 

(iv)        উভচর

4,400

 

(v)         মাছ

23,000

 

·        পতঙ্গ

9,50,000

80,00,000

·        কম্বোজ: শামুকজাতীয় কোমল প্রানী)

70,000

2,00,000

·        সন্ধিপদ

40,000

1,50,000

·        কৃমি

15,000

5,00,000

2.    ছত্রাক

70,000

10,00,000

3.    উদ্ভিদ

2,50,000

3,00,000



➧ প্রজাতির প্রাচুর্য- কোনো অঞ্চলে প্রজাতি সমূহের অন্তর্গত জীবগুলির প্রাধান্যই হল প্রজাতির প্রাচুর্য।

যেমন- কয়েকটি সদৃশ প্রজাতি একটি গণ (Genaral) এবং কয়েকটি সদৃশ গণ একটি গোত্র (Family) তৈরি করে।

রাজ্য ➞ পর্ব  শ্রেণী  বর্গ  গোত্র  গণ  প্রজাতি ➞ জীবসংখ্যা ➞ ব্যক্তি

➧ আন্তঃসম্পর্কগত বৈচিত্র্য- কোনো নির্দিষ্ট   অঞ্চলে বর্তমান প্রজাতির মধ্যে সুনির্দিষ্ট পারস্পরিক সম্পর্কের ভিন্নতাকে আন্তঃসম্পর্কগত বৈচিত্র্য বলে। জীব বৈচিত্র্য পরিমাপের ক্ষেত্রে তিনটি বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়, এগুলি হল প্রজাতি প্রাচুর্য,আঞ্চলিকতা এবং দেশের মোট আয়তন।এই সব বিষয়ের ওপর ভিত্তি করে নিম্নে জীববৈচিত্র্য সমৃদ্ধ প্রথম 20 টি দেশের নাম উল্লেখ করা হলো-


স্থান             দেশ

1.                ব্রাজিল

2.                অস্ট্রেলিয়া

3.                দক্ষিণ আফ্রিকা

4.                ভারত

5.                 চীন

6.                ইন্দোনেশিয়া

7.                কলম্বিয়া

8.                মালয়েশিয়া

9.                ফিলিপিনস

10.               জাইর

11.               পানামা

12.               মেক্সিকো

13.              ভিয়েতনাম

14.              পেরু

15.              ক্যামেরুন

16.              ইকুয়েডর

17.             ভেনেজুয়েলা

18.            পাপুয়া- নিউগিনি

19.              কোস্টারিকা

20.              উগান্ডা

(উৎস: B. Groombridge, Biodiversity: The Global Environment, D. Brune et al (ed), 1997.)

Post a Comment (0)
Previous Post Next Post

Random Products