ক্ষয়চক্র থেকে সমস্ত MCQ এবং SAQ | Evs Pedia |

ক্ষয়চক্র
ক্ষয়চক্র


 1)  ডেভিস তাঁর স্বাভাবিক ক্ষয়চক্রের প্রস্তাব করেন-

A) 1980 খ্রিস্টাব্দে          (B) 1899 খ্রিস্টাব্দে

(C) 1910 খ্রিস্টাব্দে         (D) 1950 খ্রিস্টাব্দে

2) “একটি ভূমিরূপের নির্দিষ্ট জীবন ইতিহাস আছে।” উক্তিটি করেন-

(A) সি. এইচ. ক্লিকমে      (B) ডাব্লিউ. এম. ডেভিস

(C) জে. টি হ্যাক           (D) ডাব্লিউ. পেঙ্ক

3) ডেভিস তার ক্ষয়চক্র মতবাদটিকে কয়টি পর্বে ভাগ করেছেন?

(A) দুটি           (B) তিনটি

(C) পাঁচটি         (D) চারটি

4) নদীর পর্যায়িত ঢাল কোন অবস্থায় দেখা যায়?

(A) যৌবণ        (B) বার্ধক্য

(C) পরিণত       (D) বার্ধক্য ও পরিণত

5) ভৃগুতটের পশ্চাদপসরণ ধারণাটি কে দিয়েছেন?

(A) ডেভিস       (B) পেঙ্ক

(C) ক্লিকমে       (D) এল.সি.কিং

6) কোনো অঞ্চলের ভূমিরূপ বা ভূচিত্র হল গঠন, প্রক্রিয়া এবং পর্যায়ের ফলশ্রুতি (Landscape is a function of structure, process and stage), এই ধারণাটি দেন -  

(A) হ্যাক                   (B) ডেভিস

(c) ক্লিকমে        (D) এল. সি. কিং

7) ডেভিসের মতে সমুদ্রপৃষ্ঠ বরাবর ভূমিভাগটির উত্থান হবে -

(A) ঊল্লম্বভাবে    (B) বক্রাকারে

(C) তির্যকভাবে    (D) অনুভূমিকভাবে

8) অসম বিকাশ তত্ত্ব মতবাদটি প্রবর্তন করেন-

(A) হ্যাক                   (B) ডেভিস

(C) ক্রিকমে       (D) এল.সি.কিং

9) নদীর ক্ষয়চক্রের শেষ অবস্থায় গঠিত ভূমিরূপকে প্যানপ্লেন নামে অভিহিত করেন কে?

(A) হ্যাক                   (B) ডেভিস

(C) ক্রিকমে       (D) এল.সি.কিং

10) শুষ্ক ক্ষয়চক্রের অন্তিম পর্যায়ে সৃষ্ট ভুমিরুপকে প্যানফ্যাল নামে কোন বিজ্ঞানী অভিহিত করেন?

(A) ডেভিস       (B) এল.সি.কিং

(C) ক্রিকমে       (D) লসন

11) উষ্ন মরু অঞ্চলে অবশিষ্ট উচ্চভূমিরূপে দণ্ডায়মান থাকে-

(A) মোনাড্নক     (B) ইনসেলবার্জ

(C) সমপ্রায় ভূমি  (D) বালিয়াড়ি

12) ক্রিকমের মতে প্লাবনভূমির ওপর পাশাপাশি অবস্থিত নদীগুলির পার্শ্বক্ষয়ের ফলে কোন্ ভূমিরূপ গঠিত হয়?

(A) পেডিপ্লেন     (B) পেনিপ্লেন

(C) প্যানপ্লেন     (D) প্যানফ্যান

13) গতিশীল ভারসাম্য মতবাদের জনক হলেন-

(A) চার্লস ডারউইন        (B) ডাব্লিউ.এম.ডেভিস

(C) জে.টি.হ্যাক             (D) এল.সি.কিং

(14) ইংরেজি ‘গ্রেড' কথাটি প্রথম যিনি ব্যবহার করেন তিনি হলেন-

(A) ডেভিস       (B) পেঙ্ক

(C) গিলবার্ট       (D) কোপেন

(15) পর্বতের দুদিকে পেডিমেন্ট যে স্থান বরাবর পরস্পর মিলিত হয়, সেই স্থানকে কী বলে?

(A) পেডিমেন্ট ঢাল          (B) বাজাদা

(C) পেডিমেন্ট              (D) ইনসেলবার্জ

16) মোনাডনক গঠিত হয় -

(A) আর্দ্র অঞ্চলে           (B) শুষ্ক মরু অঞ্চলে

(C) উপকূলীয় অঞ্চলে      (D) পার্বত্য এলাকায়

(17) ডেভিসের ক্ষয়চক্র তত্ত্বে মোনাডনক গঠিত হয় যে পর্যায়ে -

(A) প্রারম্ভিক      (B) যৌবন

(C) পরিণত       (D) বার্ধক্য

18) সচরাচর মরু অঞ্চলে ক্ষয়চক্রের শেষ সীমা হিসেবে ধরা হয় -

(A) সমুদ্রপৃষ্ঠকে            (B) ভূপৃষ্ঠের উপরিভাগকে

(C) ভৌমজলের উপরিতলকে  (D) উপকূলবর্তী অঞ্চলকে

(19)  স্বাভাবিক ক্ষয়চক্র তত্বের প্রবর্তক কে?

(A) কিং           (B) ডেভিস

(C) ওয়েগনার     (D) পেঙ্ক

২০) ডেভিসের তত্ত্বে কোন ক্ষয়চক্রকে স্বাভাবিক ক্ষয়চক্র বলা হয়?

(A) মরুর         (B) জলাভূমির

(C) বায়ুর         (D) নদীর     

ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্র
ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্র 


21) ডেভিসের শুষ্কতার ক্ষয়চক্রে প্লায়া হ্রদের সাথে সম্পর্কিত জলনিৰ্গম প্রণালীটি হল-

(A)  সমান্তরাল জলনিৰ্গম প্রণালী     (B) কেন্দ্রমুখী জলনিৰ্গম প্রণালী

(C)  কেন্দ্রবিমুখ জলনির্গম প্রণালী    (D) পিনেট জলনিৰ্গম প্রণালী

22) ডেভিসের বর্ণিত ক্ষয়চক্রে বেল্টেড আউটক্রপ দেখা যায়-

(A) যৌবন পর্যায়ে          (B) পরিণত পর্যায়ে

(C) বার্ধক্য পর্যায়ে          (D) উক্ত সকল পর্যায়ে

23) শুষ্ক মরু ক্ষয়চক্রের ধারণাটির অবতারণা করেন-

(A) ডাব্লিউ, এম. ডেভিস    (B) এল. সি. কিং

(C) জেমস হাটন            (D) ডারউইন

24) স্বাভাবিক ক্ষয়চক্রের শেষ সীমা কোনটি?

(A) ভৌমজলপৃষ্ঠ  (B) সমুদ্রপৃষ্ঠ

(C) ভূপৃষ্ঠ         (D) পার্বত্য পাদদেশ

25)  ক্ষয়চক্রের কোন্ অবস্থায় নিম্নক্ষয় সবচেয়ে বেশি হয়?

(A) যৌবন        (B) পরিণত

(C) বার্ধক্য        (D) যৌবন ও পরিণত

 26)  মোনাডনক কোথায় দেখা যায়?

(A) পার্বত্য অঞ্চলে          (B) সময় ভূমিতে

(C) মরু অঞ্চলে            (D) মালভূমি অঞ্চলে

 27) মরু অঞ্চলের ছোটো ছোটো লবণাক্ত হ্রদ কী নামে পরিচিত?

(A) প্লায়া          (B) ইনসেলবার্জ

(C) লেগুন         (D) এসকার

(28)  সমপ্রায় ভূমিতে ক্ষয়কার্য প্রতিরোধ করে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলিকে কী বলে?                                               

(A) ইনসেলবার্জ  (B) পেডিমেন্ট

(C) মোনাডনক   (D) প্লায়া

29)  শিলার কাঠিন্য, প্রবেশ্যতা, নতি, ভাঁজ ইত্যাদি শিলালক্ষণগুলিকে এক কথায় বলে—

(A) প্রক্রিয়া       (B) গঠন

(C) পর্যায়         (D) সময়

 30) ভূগুতটের সমান্তরাল পশ্চাদপসরণ সাধারণত কোন ক্ষয়চক্রে ঘটে থাকে?

(A) মরুর         (B) জলাভূমির

(C) বায়ুর         (D) নদীর

31) মরু ক্ষয়চক্রের ফলে গঠিত অনুচ্চ টিলাকে কী বলে?

(A) ইনসেলবার্জ (B) পেডিমেন্ট

(C) মোনডনক    (D) প্লায়া

32) ইনসেলবার্জ অবস্থান করে-

(A) পেনিপ্লেনের ওপর      (B) বাজাদার ওপর

(C) পেডিমেন্টের ওপর     (D) পেডিপ্লেনের ওপর

33) "বিবর্তনবাদ তত্ত্ব’ কে প্রতিষ্ঠা করেন?

(A) ডারউইন     (B) এল.সি. কিং

(C) ডেভিস       (D) জি. টি. হ্যাক

34) নদীবক্ষে উৎপন্ন যে বালুচরের ওপর দিয়ে জল প্রবাহিত হয় তাকে কী বলে?

(A) নদীখাত      (B) শোল/মগ্নচড়া

(C) মরুদ্যান      (D) প্লাবনভূমি

35) ডেভিস কত খ্রিস্টাব্দে শুষ্কতার ক্ষয়চক্র সম্পর্কে ধারণা দিয়েছিলেন?

(A) 1909         (B) 1899

(C) 1805         (D) 1905

36)  ডেভিসের ক্ষয়চক্র ধারণার পূর্বশর্ত অনুযায়ী সমগ্র অঞ্চলটি গঠিত হয়-

(A) কঠিন শিলা দ্বারা       (B) কোমল শিলা দ্বারা

(C) রূপান্তরিত শিলা দ্বারা  (D) পর্যায়ক্রমিক কঠিন ও কোমল শিলা দ্বারা

37) স্বাভাবিক ক্ষয়চক্রের পরিণত পর্যায়ে সৃষ্টি হয়—

(A) জলপ্রপাত    (B) V আকৃতির উপত্যকা

(C) পলল শঙ্কু    (D) বদ্বীপ

3৪) স্বাভাবিক ক্ষয়চক্রের পরিণত পর্যায়ে নদী উপত্যকার ঢাল পর্যায়িত হলে গঠিত হতে দেখা যায়—

(A) জলপ্রপাত    (B) গিরিখাত

(C) বদ্বীপ         (D) প্লাবনভূমি

39) নদীর ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে দেখা যায়—

(A)  নিম্নক্ষয়ের বৃদ্ধি        (B) বহনক্ষমতার বৃদ্ধি

(C) অবক্ষেপনের বৃদ্ধি      (D) অবক্ষেপনের হ্রাস

40) উইলিয়াম মরিস ডেভিস ছিলেন-

(A) মার্কিন ভূবিজ্ঞানী       (B) ব্রিটিশ ভূবিজ্ঞানী

(C) ফরাসি ভূবিজ্ঞানী       (D) জাপানি ভূবিজ্ঞানী

ডেভিসের ক্ষয়চক্রের যৌবন পর্যায়
ডেভিসের ক্ষয়চক্রের যৌবন পর্যায়


41) "Geographical Essays" গ্রন্থটি লিখেছিলেন -

(A) কিং           (B) ডেভিস

(C) ক্লিকমে       (D) হ্যাক

42) ডেভিসের ক্ষয়কার্য তত্ত্ব কে প্রবর্তন করেন?

(A) ডারউরন     (B) গীলবার্ট

(C) ডাটন         (D) হ্যারি হেস

43) পেডিপ্লেন গঠন তত্ত্ব কে প্রবর্তন করেন?

(A) গীলবার্ট       (B) এল, সি, কিং

(C) ডেভিস        (D) জি. টি.  হ্যাক

44) ক্ষয়চক্রের বার্ধক্য অবস্থায় গঠিত অনুমে, সমতলভূমিকে বলে-

(A) মোনাডনক    (B) ইনসেলবার্জ

(C) সমপ্রায় ভূমি  (D) পেডিমেণ্ট

45) মরু অঞ্চলে আকস্মিক বৃষ্টিপাতের ফলে সৃষ্ট অস্থায়ী নদীগুলিকে বলে -

(A) বোলসন      (B) ওয়াদি

(C) প্লায়া          (D) ইনসেলবার্জ

46) বোলসন দেখতে পাওয়া যায়-

(A) নেপালে       (B) বাংলাদেশে

(C) শ্রীলঙ্কায়      (D) আমেরিকা যুক্তরাষ্ট্রে

47) মরু ক্ষয়চক্রের শেষ পর্যায়ে গঠিত সমপ্রায় ভূমিকে বলে-

(A) পেনিপ্লেন     (B) পেডিপ্লেন

(C) প্লায়া          (D) বাজাদা

48) নীচের কোন ভূমিরূপটি নদীর পুনর্যৌবন লাভের ফলে গঠিত হয় না?

(A) নিক পয়েন্ট   (B) প্লাবনভূমি

(C) নদীমঞ্চ       (D) উপত্যকার মধ্যে উপত্যকা

49) শুষ্কতার ক্ষয়চক্র সম্পন্ন হয়-

(A) হিমবাহের দ্বারা        (B) ভৌমজল দ্বারা

(C) সমুদ্রের জলের দ্বারা   (D) বায়ুর দ্বারা

50) ভূমিভাগের প্রাথমিক ঢাল অনুসরণ করে যে নদী সৃষ্টি হয় তাকে বলে-

(A) বিপরা নদী            (B) পূর্ববর্তী নদী

(C) অধ্যারোপিত নদী       (D) অনুগামী নদী

(51) স্বাভাবিক ক্ষয়চক্রের কোন্ পর্যায়ে জলপ্রপাত ও খরস্রোত সৃষ্টি হয়?

(A) যৌবন ও বার্ধক্য উভয় অবস্থায়  (B) পরিণত ও বার্ধক্য উভয় অবস্থায়

(C) যৌবন অবস্থায়                  (D) বার্ধক্য অবস্থায়

52) ডেভিসের মতে স্বাভাবিক ক্ষয়চক্রের অন্তর্গত সমগ্র অঞ্চলটির জলবায়ু হবে—

(A) চরমভাবাপন্ন প্রকৃতির (B) শীতল প্রকৃতির

(C) নাতিশীতোষ্ন প্রকৃতির (D) আর্দ্র প্রকৃতির

53) ভূমিরূপ বিবর্তন কারি ও ক্ষয়সাধনকারী শক্তি ভূপৃষ্ঠে সর্বাধিক প্রভাব লক্ষ করা যায় -

(A) হিমবাহের    (B) প্রবহমান জলধারার

(C) বায়ুর         (D) হ্রদের

54) স্বাভাবিক ক্ষয়চক্রের কোন অবস্থায় বালুচর ও শোল গঠিত হয়?

(A) বার্ধক্য অবস্থায়                   (B) পরিণত অবস্থায়

(C) যৌবন ও বার্ধক্য উভয় অবস্থায়  (D) যৌবন ও পরিণত উভয় অবস্থায়

(55) স্বাভাবিক ক্ষয়চক্র বা নদীর ক্ষয়চক্র সর্বাধিক দেখা যায়, কোন্ জলবায়ুতে?

(A) আর্দ্র জলবায়ুতে                  (B) শুষ্ক জলবায়ুতে

(C) শীতল ও শুষ্ক জলবায়ুতে         (D) শীতল জলবায়ুতে

56) ঢাল হ্রাস মতবাদ’ বা ‘Slope Decline Theory' নামে পরিচিত

(A) ডেভিস-এর তত্ত্ব        (B) পেঙক-এর তত্ত্ব

(C) হ্যাক-এর তত্ত্ব                   (D) কিং-এর তত্ত্ব

57) জে. টি. হ্যাক প্রদত্ত ক্ষয়চক্রের ধারণাটি নীচের কোন নিয়মতত্ত্বের পর্যায়ভুক্ত—

(A) আবদ্ধ        (B) আংশিক আবদ্ধ

(C) উন্মুক্ত        (D) আংশিক উন্মুক্ত

58) ভূমিরূপের ক্রমবিকাশের নিয়ন্ত্রকগুলি হল—

(A) ভূমিরূপের গঠন        (B) ক্রিয়াশীল প্রক্রিয়া

(C) পর্যায়                  (D) সবকটিই

59) v-আকৃতির উপত্যকা সৃষ্টি হয় নদীর ক্ষয়চক্রের কোন্ পর্যায়ে?

(A) যৌবন পর্যায়ে                   (B) পরিণত পর্যায়ে

(C) যৌবন ও বার্ধক্য উভয় পর্যায়ে   (D) বার্ধক্য পর্যায়ে

60) আপেক্ষিক উচ্চতা সর্বাধিক হয় নদীর ক্ষয়চক্রের কোন্ পর্যায়ে?

(A) পরিণত পর্যায়ে         (B) বার্ধক্য পর্যায়ে

(C) পরিণত ও বার্ধক্য উভয় পর্যায়ে  (D) যৌবন পর্যায়ে

ডেভিসের ক্ষয়চক্রের পরিণত পর্যায়
ডেভিসের ক্ষয়চক্রের পরিণত পর্যায়


61) ডেভিসের ক্ষয়চক্র তত্ত্বে মােনাডনক গঠিত হয় যে পর্যায়ে তা হল-

(A) প্রারম্ভিক      (B) যৌবন

(C) পরিণত       (D) বার্ধক্য

(62) ক্ষয়চক্রের বার্ধক্য অবস্থায় গঠিত ভূমিরূপ কোনটি?

(A) জলপ্রপাত    (B) প্লাবনভূমি

(C) সমপ্রায় ভূমি  (D) গিরিখাত

63) ক্ষয়চক্রের যৌবন অবস্থায় উপনদীর সংখ্যা থাকে—

(A) বেশী         (B) মাঝারি

(C) কম           (D) অনুপস্থিত থাকে

64) পেডিপ্লেনের (Pediplain)-এর মাঝে মাঝে থাকা অবশিষ্ট পাহাড়কে বলে-

(A) মোনাডনক    (B) প্লায়া

(C) পেডিমেণ্ট     (D) ইনসেলবার্জ

65) শুষ্ক অঞ্চলের ক্ষয়চক্রের ক্ষেত্রে 1948 সালে পেডিপ্লেনেশন তত্ত্ব (The Theory of Pediplaination)-টি প্রকাশ করেন-

(A) ডেভিস       (B) পেঙ্ক

(C) কিং           (D) হ্যাক

66) নদীর নিম্নক্ষয়ের তুলনায় পার্শ্বক্ষয় বাড়তে থাকে কোন্ পর্যায়ে?

(A) যৌবন পর্যায়ে          (B) পরিণত পর্যায়ে

(C) বার্ধক্য পর্যায়ে          (D) যৌবন ও বার্ধক্য উভয় পর্যায়ে

67) দ্রবণ কাজের মাধ্যমে চুনাপাথর অঞ্চলে যে ক্ষয়চক্র সম্পন্ন হয়, তাকে বলে-

(A) হৈমবাহিক ক্ষয়চক্র     (B) স্বাভাবিক ক্ষয়চক্র

(C) কাস্ট ক্ষয়চক্র          (D) সামুদ্রিক ক্ষয়চক্র

68) স্বাভাবিক ক্ষয়চক্রের অন্য নাম-

(A) ভূতাত্ত্বিক ক্ষয়চক্র       (B) ভৌগলিক ক্ষয়চক্র

(C) পরিবেশগত ক্ষয়চক্র   (D) হৈমবাহিক ক্ষয়চক্র

69) ভৌগোলিক ক্ষয়চক্রের যৌবন পর্যায়ে নদীর প্রধান কাজ-

(A) ক্ষয়           (B) অপসারণ

(C) সঞ্চয়         (D) অপসারণ ও সঞ্চয়

70)  স্বাভাবিক ক্ষয়চক্রের ব্যাঘাত ঘটার অন্যতম কারণ হল—

(A) বন্যা          (B) খরা

(C) তুষারপাত    (D) নদীক্ষয়ের নিম্নসীমার পরিবর্তন  


71) নদীর নিম্নক্ষয় বন্ধ হয়ে শুধু পার্শ্বক্ষয় চলতে থাকে কোন পর্যায়ে?

(A) যৌবন পর্যায়ে          (B) পরিণত পর্যায়ে

(C) বার্ধক্য পর্যায়ে          (D) কোনোটিই নয়

72) পেডিপ্লেন গঠিত হয়-

(A) বায়ুর কাজের ফলে                                 (B) নদীর কাজের ফলে

(C) বায়ু ও অস্থায়ী জলধারার যৌথ কাজের ফলে        (D) ভৌমজলের কাজের ফলে

73) নদীর পুনর্যৌবন লাভের ফলে দুটি নদী উপত্যকার সংযোগ স্থানে গড়ে ওঠা ঢালের বিচ্যুতিজনিত ভুমিরূপকে বলে-

(A) নিক পয়েন্ট   (B) স্কন্ধভূমি

(C) নদীম         (D) খোদিত নদীবাঁক

74) নদীর পুনর্যৌবন লাভের ফলে গঠিত হয়-

(A) নদী চড়া      (B) বদ্বীপ

(C) খাঁড়ি          (D) নদীমঞ্চ

75) পুনর্যৌবনের ফলে নদীর নদীর উর্ধ্ব উপত্যকার পুরানো ঢালের সাথে নতুন ঢালের সংযোগকারী অংশকে বলে-

(A) বিন্দুচরা      (B) নিক বিন্দু

(C) মন্থকূপ       (D) মোনোডনক

76) পুনর্যৌবন লাভের জন্য নদীর দৈর্ঘ্য বরাবর যেখানে উচ্চঢালের সঙ্গে পুরানো নিম্নঢালের সংযোগ ঘটে এবং নদীবক্ষ উঁচু হয়ে যায় সেই অংশকে বলা হয়-

(A) নদীম         (B) ঝুলন্ত উপত্যকা

(C) নিক বিন্দু     (D) মেসা

77) নিক বিন্দু বরাবর সৃষ্টি হয়

(A) জলপ্রপাত    (B) মোনাডনক

(C) ইনসেলবার্জ  (D) চর

78) নদীর ক্ষয়চক্রের পরিণত পর্যায়ে সৃষ্টি হয়-

(A) পরবর্তী নদী           (B) বিপরা নদী

(C) অনুগামী নদী           (D) অধ্যারোপিত নদী

79) নীচের কোন্ ভূমিরূপটি নদীর পুনর্যৌবন লাভের ফলে গঠিত হয় না-

(A) নিক পয়েন্ট   (B) নদীম

(C) প্লাবনভূমি     (D) উপত্যকার মধ্যে উপত্যকা

80) নদীর প্যায়িত ঢাল ক্ষয়চক্রের কোন অবস্থায় দেখা যায়?

(A) যৌবন        (B) পরিণত

(C) বার্ধক্য        (D) পুনর্যৌবন লাভ

81) স্বাভাবিক ক্ষয়চক্রের শেষ পর্বে গঠিত ভূমিরূপকে ডেভিস যে নাম দিয়েছেন তা হল-

(A) সমভূমি                 (B) সমপ্রায় ভূমি

(C) পাদদেশীয় সমভূমি     (D) বাজাদা

 

ডেভিসের ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়
ডেভিসের ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়

(1) ক্ষয়চক্র মতবাদটি কে প্রবর্তন করেন?

Ø  আমেরিকান ভূবিজ্ঞানী উইলিয়াম মরিস ডেভিস 1899 খ্রিস্টাব্দে ক্ষয়চক্রের মতবাদটি প্রবর্তন করেন।

(2) শুষ্ক ক্ষয়চক্র কাকে বলে?

Ø  মরু অঞ্চলে যে ক্ষয়চক্র কার্যকারী হয়, তাকে শুষ্ক ক্ষয়চক্র বলে।

(3) উপত্যকার মধ্যে উপত্যকা কী?

Ø  নদীর পুনর্যৌবন লাভের ফলে পুরাতন উপত্যকার মধ্যে নতুন উপত্যকা গঠিত হলে, তাকে উপত্যকার মধ্যে

উপত্যকা বলে।

(4) নদীর ক্ষয়চক্রকে স্বাভাবিক ক্ষয়চক্র বলে কেন?

Ø  পৃথিবীর প্রায় 70% জায়গায় নদীর ক্ষয়চক্র পরিলক্ষিত হওয়ায় একে স্বাভাবিক ক্ষয়চক্র বলে।

(5) নদী ক্ষয়ের নিম্নসীমা কী?

Ø  নদীর সর্বনিম্ন ক্ষয়কাজের সীমা অর্থাৎ যে সীমার নীচে নদীর ক্ষয়ক্ষমতা কমে, তাকে নদী ক্ষয়ের নিম্নসীমা বলে।

(6) নিয়মতত্ত্ব কী?

Ø  যে তত্ত্বের সাহায্যে প্রকৃতিতে নির্দিষ্ট নিয়মে সংঘটিত প্রক্রিয়া বা ঘটনাকে ব্যাখ্যা করা যায়, সেই তত্বকে নিয়মতত্ব বলে।

(7) শুষ্ক মরু অঞ্চলে পাহাড়ের পাদদেশ এবং বাজাদার উচ্চটলে নদী দ্বারা অপসারিত মৃদু ঢালযুক্ত শিলাময় ভূমিভাগকে কে পেডিমেন্ট নামে অভিহিত করেন?

Ø  শুষ্ক মরু অঞ্চলে পাহাড়ের পাদদেশ এবং বাজাদার উচ্চঢলে নদী দ্বারা অপসারিত মৃদু ঢালযুক্ত শিলাময় ভূমিভাগকে গিলবার্ট পেডিমেন্ট নামে অভিহিত করেন।

(৪) ক্ষয়চক্রের আবদ্ধ নিয়মতত্ত্ব কী?

Ø  উত্থানের পর ক্ষয়কার্য শুরু হওয়া থেকে কোনো রকম অভ্যন্তরীণ ও বাহ্যিক শক্তির দ্বারা প্রভাবিত না হয়ে অপ্রতিহতভাবে সর্বশেষ পরিণতির দিকে গেলে তাকে ক্ষয়চক্রের আবদ্ধ নিয়মতত্ত্ব বলে।

(9) ক্ষয়চক্রের উন্মুক্ত নিয়মতত্ত্ব কী?

Ø  পূর্ণতাপ্রাপ্তির আগেই কোনো ক্ষয়চক্র অভ্যন্তরীণ ও বাহ্যিক শক্তির দ্বারা প্রভাবিত হলে সেই ধরনের নিময়তত্ত্বকে ক্ষয়চক্রের উন্মুক্ত নিয়ম তত্ত্ব বলে।

আবদ্ধ শৈলশিরা


(10) মরু অঞ্চলে ক্ষয়চক্রের শেষ সীমা কোনটি?

Ø  ভৌমজলের উপরিতলকে মরু অঞ্চলে ক্ষয়চক্রের শেষ সীমা ধরা হয়।

(11) ক্ষয়চক্রকে কয়ভাগে ভাগ করা যায় ও কী কী?

Ø  ক্ষয়চক্রকে সাধারণত 5টি ভাগে ভাগ করা যায়। যথা-

(i) নদীর ক্ষয়চক্র বা স্বাভাবিক ক্ষয়চক্র, (i) শুষ্ক অঞলের। ক্ষয়চক্র, (iii) কাস্ট অঞ্চলের ক্ষয়চক্র, (iv) সামুদ্রিক ক্ষয়চক্র।

ও (v) হৈমবাহিক ক্ষয়চক্র।

(12) ক্ষয়চক্রের পুনরুজ্জীবন কাকে বলে?

Ø  ভূমিভাগের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পুনরায় নতুন একটি ক্ষয়চক্র প্রক্রিয়ার শুরু হওয়াকে ক্ষয়চক্রের পুনরুজ্জীবন বলে।

(13) স্ট্যান্ডার্ড এপিজেন সাইকেল’ (Standard Epigene Cycle) মডেলটির প্রবর্তক কে?

Ø  স্ট্যান্ডার্ড এপিজেন সাইকেল’ (Standard Epigene Cycle) মডেলটির প্রবর্তক এল, সি, কিং।

(14) ইনসেলবার্জের নামকরণ কে করেন?

Ø  ইনসেলবার্জের নামকরণ করেন এস, প্যাসার্জ।

(15) পেনিপ্লেন কী?

Ø  স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে নদীর কার্যের ফলে যে বৈচিত্র্যহীন সময় ভূমির সৃষ্টি হয় তাকে পেনিপ্লেন বলে।

(16) র্যাপিড বা খরস্রোত কাকে বলে?

Ø  নদী স্বাভাবিক গতির চেয়ে সামান্য তীব্র গতিতে সিঁড়ির মতো ছােটো ছােটো ধাপে নীচে নেমে এলে তাকে র্যাপিড বা খরস্রোত বলে।

(17) শুষ্ক ক্ষয়চক্র অঞ্চলে অবশিষ্ট টিলা কী নামে পরিচিত?

Ø  শুষ্ক ক্ষয়চক্র অঞ্চলে অবশিষ্ট টিলা ইনসেলবার্জ নামে পরিচিত।

(18) মোনাডনক কী?

Ø  স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে সমপ্রায় ভূমির ওপরঅপেক্ষাকৃত কঠিন শিলায় গঠিত বা কম ক্ষয়প্রাপ্ত স্বল্প উচ্চ ঢিবির মতো অবশিষ্ট পাহাড়গুলিকে মোনাডনক বলে।

(19) এনড্রাফ কী?

Ø  ক্ষয়চক্রের শেষ পর্যায়ে ভূমিভাগটি একটি নাতিউচ্চ সময় ভূমিতে পরিণত হয়, যাকে এনড্রাফ বলে।

(20) ভূমিরুপের বিবর্তনের “শুরুতে কম উচ্চতা বন্ধুরতাযুক্ত নীচু সমতলভূমিকে পেঙ্ক কী নামে অভিহিত করেছেন?

Ø  বুনে নিবর্তনের শুরুতে কম উস, ৩ ও বন্ধুরতা না। সমতলভূমিকে পক, প্রাইমারী মে অভিহিত করেছে।

(21) স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য অবস্থায় কী ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়?

Ø  স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য অবস্থায় সঞ্চয়জাত ভূমিরূপ

(22 ইনসেলবার্জ সাধারণত কোন জাতীয় শিলায় গড়ে ওঠে?

Ø  ইনসেলবার্জ সাধারণত গ্রানাইটজাতীয় শিলায় গড়ে ওঠে।

ইনসেলবার্জ
ইনসেলবার্জ


(23) প্লায়া হ্রদ কীভাবে সৃষ্টি হয়?

Ø  নদী অদৃশ্য হলেও জল চুঁইয়ে চুঁইয়ে উপত্যকার মধ্যভাগে সঞ্চিত হয়ে অগভীর প্লায়া হ্রদ সৃষ্টি হয়।

(24) কোনো সবল নদী শীর্ষমুখী ক্ষয়কার্যের মাধ্যমে দুর্বল নদীটিকে নিজের খাতে প্রবাহিত হতে বাধ্য করলে তাকে কী বলে?

Ø  কোনো সবল নদী শীর্ষমুখী ক্ষয়কার্যের মাধ্যমে দুর্বল নদীটিকে নিজের খাতে প্রবাহিত হতে বাধ্য করলে তাকে নদী গ্রাস বলে।

(25) নদী গ্রাস কখন ঘটে?

Ø  পুনর্যৌবনলাভের ফলে নদী যখন মস্তক ক্ষয় করতে থাকে তখন নদী গ্রাস ঘটে।

(26) স্বাভাবিক ক্ষয়চক্রের কোন পর্যায়ে নদী গ্রাস ঘটে?

Ø  স্বাভাবিক ক্ষয়চক্রের যৌবন পর্যায়ে নদী গ্রাস ঘটে।

(27) পেডিপ্লেন কী?

Ø  মরু ক্ষয়চক্রের শেষ পর্যায়ে গঠিত সময় ভূমিকে পেডিপ্লেন বলে।

(28) ডেভিসের মতে কোন প্রাকৃতিক শক্তি স্বাভাবিক ক্ষয়চক্ৰকের নিয়ন্ত্রক?

Ø  ডেভিসের মতে নদীর কাজ স্বাভাবিক ক্ষয়চক্ৰকের নিয়ন্ত্রক।

(29) যুগল ও অযুগল নদীম কোন্ ঘটনার সাক্ষ্য বহন করে?

Ø  যুগল ও অযুগল নদীমঞ্চ নদীর পুনর্যৌবন লাভের সাক্ষ্য বহন করে।

(30) এল, সি, কিং-এর ক্ষয়চক্র মতবাদটি প্রধানত কোন্ জলবায়ু অঞ্চলের ওপর প্রতিষ্ঠিত?

Ø  এল, সি, কিং-এর ক্ষয়চক্র মতবাদটি প্রধানত শুষ্ক এবং প্রায় শুষ্ক জলবায়ু অঞ্চলের ওপর প্রতিষ্ঠিত।

(31) প্রস্তুশয্যা নদীম কী?

Ø  পললের পরিবর্তে নদীম যদি শিলা গঠিত দ্বারা গঠিত হয়, তাকে প্রস্তরশয্যা নদীম বলে।

(32) ক্ষয়চক্রের পরিণত পর্যায়ে নদী উপত্যকার ঢাল পর্যায়িত হলে কী সৃষ্টি হয়?

Ø  ক্ষয়চক্রের পরিণত পর্যায়ে নদী উপত্যকার ঢাল পর্যায়িত হলে প্লাবনভূমি সৃষ্টি হয়।

(33) ডেভিসের ক্ষয়চক্র কী জাতীয় প্রক্রিয়া?

Ø  ডেভিসের ক্ষয়চক্র সময়নির্ভর প্রক্রিয়া।

(34) ডেভিসের মতে, সমুদ্রৰক্ষ থেকে ভূমিভাগের উত্থান কীভাবে ঘটবে?

Ø  ডেভিসের মতে, সমুদ্রবক্ষ থেকে ভূমিভাগের উত্থান উল্লম্ব ও দ্রুতভাবে ঘটবে।

(35) ডেভিসের পূর্বশর্ত অনুযায়ী ক্ষয়কাজ শুরু হওয়ার পূর্বে ভূমিভাগের প্রকৃতি কেমন হওয়া প্রয়োজন?

Ø  ডেভিসের পূর্বশর্ত অনুযায়ী ক্ষয়কাজ শুরু হওয়ার পূর্বে ভূমিভাগটি সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবস্থান করবে।

(36) ডেভিসের মতে স্বাভাবিক ক্ষয়চক্রের কোন্ পর্যায়ে ভূমির উত্থান স্তব্ধ হয়ে যায়?

Ø  ডেভিসের মতে স্বাভাবিক ক্ষয়চক্রের যৌবন পর্যায়ে ভূমির উত্থান স্তব্ধ হয়ে যায়।

(37) কোনো ভূমিরূপের সম্ভাব্য স্থিতিশক্তি কোন্ কোন্ বিষয়ের ওপর নির্ভর করে?

Ø  কোনো ভূমিরূপের সম্ভাব্য স্থিতিশক্তি ভূমিরূপটির ভর, প্রযুক্ত মাধ্যাকর্ষণ শক্তি এবং তার উচ্চতার ওপর নির্ভর করে।

(3৪) ডেভিসের ক্ষয়চক্র তত্ত্বটি সাধারণত কোন প্রণালীর ধারণার ওপর প্রতিষ্ঠিত?

Ø  ডেভিসের ক্ষয়চক্র তত্ত্বটি আবদ্ধ প্রণালীর ধারণার ওপর প্রতিষ্ঠিত।

(39) ডেভিসের ক্ষয়চক্র ধারণা অনুসারে কোন্ পর্ব শেষ হলে ক্ষয়পর্ব শুরু হয়?

Ø  ডেভিসের ক্ষয়চক্র ধারণা অনুসারে উত্থান পর্ব শেষ হলে ক্ষয়পর্ব শুরু হয়।

(40) ক্ষয়ের শেষ সীমার ধনাত্মক পরিবর্তন কী?

Ø  সমুদ্রজলতলের দীর্ঘমেয়াদি উচ্চতা বৃদ্ধির ফলে উপকূলে নিমজ্জনের ঘটনা হল ক্ষয়ের শেষ সীমার ধনাত্মক পরিবর্তন।

(41) মন্থকূপ কী?

Ø  নদীর স্রোতের মধ্যে বাহিত প্রস্তরখণ্ডের আঘাতে নদীতে গোলাকার গর্ত সৃষ্টি হলে, সেই গর্তগুলিকে মন্থকূপ বলে।

(42) মরু অঞ্চলে গোলাকার ইনসেলবার্জকে কী বলে?

Ø  মরু অঞ্চলের গোলাকার ইনসেলবার্জকে বোনহার্ট।

(43) ক্যানিয়ন কী?

Ø  শুষ্ক অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত নদী অত্যন্ত গভীর ও সংকীর্ণ গিরিখাত সৃষ্টি করলে তাকে ক্যানিয়ন বলে।

(44) জলপ্রপাত কাকে বলে?

Ø  নদীর গতিপথে জলপ্রবাহের আকস্মিক উল্লম্ব বা প্রায় উল্লম্ব পতনকে জলপ্রপাত বলে।

জলপ্রপাত
জলপ্রপাত


(45) পেডিমেন্ট কাকে বলে?

Ø  পর্বতের পাদদেশে ঢালের উর্ধ্বাংশে অবস্থিত বালি ও পলির হালকা আস্তরণ অংশটিকে পেডিমেন্ট বলে।

(46) পৰ্যায়িত ঢাল কী?

Ø  নদীর প্রবাহপথের যে ঢাল বরাবর ক্ষয়, পরিবহণ ও সঞ্চয়ের মধ্যে সামঞ্জস্য তৈরি হয়, তাকে পর্যায়িত ঢাল বলে।

(47) নিক বিন্দু গঠন ক্ষয়চক্রের কোন ঘটনাকে নির্দেশ করে?

Ø  নিক বিন্দু গঠন ক্ষয়চক্রের নদীর পুনর্যৌবন লাভের ঘটনাকে নির্দেশ করে।

(48) নদীর পুনর্যৌবন লাভ কখন ঘটে?

Ø  ভূ-আলোড়নের ফলে ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি পেলে অথবা সমুদ্রপৃষ্ঠের পতন ঘটলে নদীর ক্ষয়কার্যের ক্ষমতা বেড়ে গিয়ে নদীর পুনর্যৌবন লাভ ঘটে।

(49) স্থিতিশীল পুনর্যৌবন লাভ কেন ঘটে?

Ø  সমুদ্রপৃষ্ঠের উত্থান অবনমন ছাড়াই নদী গ্রাস, নদীর বোঝা হ্রাস, জলবায়ু পরিবর্তন ইত্যাদি কারণে নদীর নিম্নক্ষয় করার ক্ষমতা বেড়ে গেলে স্থিতিশীল পুনর্যৌবন লাভ ঘটে।

(50) ভূ-আলোড়নের ফলে ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি পেয়ে নদী পুনর্যৌবন লাভ করলে তাকে কী বলে?

Ø  ভূ-আলােড়নের ফলে ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি পেয়ে নদী পুনর্যৌবন লাভ করলে তাকে গতিময় পুনর্যৌবন লাভ বলে।

(51) ইউস্ট্যাটিক পুনর্যৌবন লাভ কাকে বলে?

Ø  সমুদ্রপৃষ্ঠের অবনমনের মাধ্যমে নদীর যে পুনর্যৌবন লাভ ঘটে, তাকে ইউস্ট্যাটিক পুনর্যৌবন লাভ বলে।

(52) পুনর্যৌবন লাভের ফলে গঠিত নদী উপত্যকা যে প্রবীণ উপত্যকায় মিলিত হয় তাকে কী বলে?

Ø  পুনর্যৌবন লাভের ফলে গঠিত নদী উপত্যকা যে বিন্দুতে। প্রবীণ উপত্যকায় মিলিত হয় তাকে নিক বিন্দু বলে।

(53) কর্তিত বা খােদিত নদীবাঁকের উৎপত্তি কেন হয়?

Ø  নদীর পুনর্যৌবন লাভের ফলে কর্তিত বা খোদিত নদীবাঁকের উৎপত্তি হয়।

(54) ক্ষয়চক্র বলতে কী বোঝায়?

Ø  কোনো ভূমিভাগের উত্থান ও ক্ষয়সাধনের প্রক্রিয়াটি

(55) স্বাভাবিক ক্ষয়চক্র বলতে কী বোঝায়?

Ø  চক্রাকারে আবর্তিত হলে সেই প্রক্রিয়াকে ক্ষয়চক্র বলে। স্থলভাগের বেশিরভাগ স্থানের ভূমিরূপ নদীর মাধ্যমে। গঠিত ও পরিবর্তিত হয় বলে, নদীর দ্বারা সম্পন্ন ক্ষয়চক্রকে স্বাভাবিক ক্ষয়চক্র বলে।

(56) ক্ষয়চক্রে প্রক্রিয়া (Process) বলতে কী বোঝায়?

Ø  আবহবিকার, ক্ষয়ীভবন, নদী, হিমবাহ, সমুদ্রতরঙ্গ, ভৌমজল, বায়ুপ্রবাহ ইত্যাদি প্রাকৃতিক শক্তিগুলির ভূমিরূপ গঠনের কাজকে ক্ষয়চক্রে প্রক্রিয়া বলে।

নদীচর
নদীচর


(57) ক্ষয়চক্রে গঠন বলতে কী বোঝায়?

Ø  কোনো অঞ্চলের শিলার কাঠিন্য, নতি, ভাঁজ, চ্যুতি, প্রবেশ্যতা ইত্যাদিকে ক্ষয়চক্রে গঠন বলে।

(58) সময়ের ব্যবধানে ভূমিরূপের যে পরিবর্তন ঘটে তার এক-একটিকে ডেভিস কী নামে অভিহিত করেছেন?

Ø  সময়ের ব্যবধানে ভূমিরূপের যে পরিবর্তন ঘটে তার এক-একটিকে ডেভিস পর্যায় নামে অভিহিত করেছেন।

(59) পলিসাইক্লিক ল্যান্ডস্কেপ কী?

Ø  যে ভূমিভাগের ওপর একাধিক ক্ষয়চক্রের সুস্পষ্ট নিদর্শন থাকে, তাকে পলিসাইক্লিক ল্যান্ডস্কেপ বলে।


Post a Comment (0)
Previous Post Next Post

Random Products