স্বাভাবিক ক্ষয়চক্র কাকে বলে? নদীর ক্ষয়চক্রকে স্বাভাবিক ক্ষয়চক্র বলার কারন | ডেভিসের ক্ষয়চক্রের শর্তাবলী |

স্বাভাবিক ক্ষয়চক্র অথবা ডেভিস বর্ণিত স্বাভাবিক ক্ষয়চক্র

ডেভিসের ক্ষয়চক্রের মডেল
ডেভিসের ক্ষয়চক্রের মডেল

স্বাভাবিক ক্ষয়চক্র কাকে বলে?

    W.M Davis স্বাভাবিক ক্ষয়চক্রের প্রথম ধারণা দেন (1899)। তাঁর মতে প্রবাহমান জলধারা বা নদী নিয়ন্ত্রিত ক্ষয়চক্রকে স্বাভাবিক ক্ষয়চক্র বলে। অর্থাৎ যে ক্ষয়চক্র সামগ্রিকভাবে নদীর কার্যের দ্বারা প্রভাবিত ও পরিচালিত হয় সেই ক্ষয়চক্রটি ভূবিজ্ঞানে স্বাভাবিক ক্ষয়চক্র নামে পরিচিত। এই ক্ষয়চক্রকে ভৌগোলিক ক্ষয়চক্রও বলে।

    ভূপৃষ্ঠের প্রায় 70 শতাংশ ভূমির ভাস্কর্য নদীর স্বাভাবিক ক্ষয় কার্যের মাধ্যমে ঘটে থাকে।  তাই একে স্বাভাবিক ক্ষয়চক্র বা নদী-ক্ষয়চক্র (Fluvial Cycle of Erosion) বলা হয়।

নদীর ক্ষয়চক্রকে স্বাভাবিক ক্ষয়চক্র বলার কারন-

1. সমস্ত ক্ষয়কারী শক্তিগুলির মধ্যে নদী ও জলধারার ভূমিকা সর্বাধিক।

2. নদীর ক্ষয়কারী শক্তি প্রায় 70% অঞ্চলে প্রধান ক্ষয়কারী শক্তিরূপে ভূমিকা নেয়।

3. নদীর ক্ষয়চক্রটি অত্যন্ত সুস্পষ্ট।

4. এই ক্ষয়চক্র সহজে পর্যবেক্ষণ এবং অনুধাবনযোগ্য।

5. নদী দীর্ঘদিন ধরে ধীরগতিতে ক্ষয়চক্র চালানোয় সহজে বোধগম্য।

ডেভিসের ক্ষয়চক্রের শর্তাবলী

  1. ক্ষয়চক্রের সূচনা হবে নতুন ভূতাত্ত্বিক উপাদানের সমুদ্রবক্ষ থেকে উত্থানের ফলে।
  2. ভূমি ভাগের ভূতাত্ত্বিক গঠন হবে সরল ও একই প্রকার শিলা লক্ষণযুক্ত। পরপর কঠিন ও কোমল শিলা সজ্জিত হবে এবং প্রাথমিক ঢাল হবে সমুদ্রমূখী।
  3. ক্ষয়চক্র চলাকালীন ভূমি ভাগ অনর অবস্থায় বা স্থিতাবস্থায় থাকবে।
  4. উত্থানপর্ব দ্রুত সম্পন্ন হবে এবং উত্থান কালে তেমন ক্ষয় হবে না।
  5. অঞ্চলটি আদ্র জলবায়ুর অন্তর্গত হবে যেখানে বিভিন্ন নদী গোষ্ঠীর উদ্ভব হবে ও নদীর ক্ষয় প্রাধান্য পাবে।
  6. সমুদ্রপৃষ্ঠ থেকে ভূমির উত্থান প্রায় উল্লম্ব হবে এবং এর হার এত দ্রুত হবে যে উত্থান কাজ শেষ হওয়ার আগেই ভূমি ভাগ বিশেষ ক্ষয়প্রাপ্ত হবে না।
  7. ভূমি ভাগের বিবর্তন একটি নির্দিষ্ট ক্রমপর্যায় অনুসারে ঘটতে থাকবে।
  8. ক্ষয়ের শেষ সীমা পর্যন্ত নদীর নিম্ন করতে থাকবে।
  9. নদীর ক্ষয়, আবহবিকার পুঞ্জিতস্খলন, প্রভৃতি বহির্জাত প্রক্রিয়া গুলি একযোগে ভূমিরূপের বিবর্তনের অংশগ্রহণ করবে।
  10. উত্থিত ভূমি ভাগ সমপ্রায় ভূমিতে পরিণত হয় হবে।
  11. ক্ষয়চক্র আংশিক সম্পন্ন হওয়ার পর ভূমির পুনরায় উত্থান ঘটলে একটি নতুন ক্ষয়চক্রের সূচনা হবে।
Post a Comment (0)
Previous Post Next Post

Random Products