মরু ক্ষয়চক্রের বর্ণনা দাও অথবা মরু ক্ষয়চক্র সম্পর্কে ডেভিসের ধারনা |

মরু ক্ষয়চক্রের বর্ণনা দাও অথবা মরু ক্ষয়চক্র সম্পর্কে ডেভিসের ধারনা

    উইলিয়াম মরিস ডেভিস সর্বপ্রথম মরু অঞ্চলের পর্যায়ক্রমিক ভূমিরূপ পরিবর্তনের ব্যাখ্যা দেন। তাঁর মতে, মরু অঞ্চলের ভূমিরূপ আবহবিকার, প্রবাহমান জলধারা ও বায়ুপ্রবাহের মিলিত কার্যের ফলে সৃষ্টি হয়। প্রাথমিক পর্যায়ে প্রবাহমান জলধারা মরু অঞ্চলের ভূমিরূপ বিবর্তনের মুখ্য ভূমিকা গ্রহণ করে। পরবর্তী পর্যায়ে উচ্চতা হ্রাসের সঙ্গে সঙ্গে বৃষ্টিপাত যখন কমে আসে তখন বায়ু মরু অঞ্চলের ভূমিরূপ পরিবর্তনের প্রধান ভূমিকা পালন করে।

যেকোনো শুষ্ক মরু অঞ্চলের ক্ষয়চক্র নিম্নলিখিত 3টি পর্যায়ে সম্পন্ন হয়-

মরু ক্ষয়চক্র
মরু ক্ষয়চক্র

A. প্রারম্ভিক পর্যায় (Initial Stage) অথবা যৌবন পর্যায় (Youth Stage)-

    জলপ্রবাহ জনিত ক্ষয়কার্যের ফলে যৌবন অবস্থা শুরু হয়।

যৌবন পর্যায়ের বৈশিষ্ট্যগুলি হল-

1. ভূ আলোড়ন জনিত ভাঁজ ও চ্যুতিযুক্ত উচ্চভূমি সৃষ্টি হবে ও পর্বতবেষ্টিত উপত্যকা গঠিত হবে।

2. বৃষ্টির প্রভাবে সৃষ্ট অনুগামী নদীগুলি কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী গড়ে তোলে।

3. উচ্চ বাষ্পীভবন ও স্বল্প বৃষ্টিপাতে কিছু নদী বিলুপ্ত হয়।

4. অববাহিকার মাঝখানে জল জমে অস্থায়ী প্লায়া হ্রদের সৃষ্টি হয়।

5. প্লায়া হল স্থায়ী ক্ষয়সীমা।

6. আবহবিকার, বায়ু ও জলধারার মিলিত কার্যে অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট পদার্থগুলি অববাহিকার নিম্নদেশে সঞ্চিত হয় এবং ক্ষয়চক্র শুরু হয়।

শুষ্ক ক্ষয়চক্রের যৌবন পর্যায়
শুষ্ক ক্ষয়চক্রের যৌবন পর্যায়


7. এই পর্যায়ের শুরুতে ভূমির উচ্চতা সর্বাধিক থাকে। ক্ষয়চক্র যত এগোয় উচ্চতা তত কমে।

8. গভীর আবহবিকারে শিথিল শিলাচূর্ণ সৃষ্টি হয়।

9. স্বল্প সময়ে প্রবল বৃষ্টিতে আবহবিকারস্থ পদার্থ অপসারিত হয়। ফলে- পর্বত ঢাল বরাবর "v" আকৃতির উপত্যকা ও ravain সৃষ্টি হয়।

10. আবহবিকারস্থ শিলাচূর্ণ জলধারায় বাহিত হয়ে উপত্যকার সম্মুখে সঞ্চিত হয় ও পললশঙ্কু গঠন করে।

11. একাধিক পলল শঙ্কু পরস্পর যুক্ত হয়ে বাজাদা গঠন করে।

12. হ্ময়ের ফলে আবহবিকার মধ্যবর্তী জলবিভাজিকা সংকীর্ণ হয়।

13. অববাহিকার মাঝে বৃষ্টির জল জমে সৃষ্ট প্লায়া হ্রদে সূহ্ম পলির সঞ্চয় ঘটায়।

14. এই পর্যায়ে উচ্চভূমিতে অবরোহণ ও অববাহিকায় আরোহণ প্রক্রিয়া ভীষণ সক্রিয় থাকে।

15. এই পর্যায়ে উপত্যকায় অপসারণে সৃষ্ট গর্ত (Blow out) সৃষ্টি হয়।

16. উপত্যকার যত্রতত্র বালিয়াড়ি গড়ে ওঠে।

শুষ্ক ক্ষয়চক্রের যৌবন পর্যায়
শুষ্ক ক্ষয়চক্রের যৌবন পর্যায়



C. প্রৌঢ় বা পরিণত পর্যায় (Mature Stage)-

    বৃষ্টিপাতের অভাবে বায়ুর কার্য বেশি সক্রিয় হলে পরিণত পর্যায় শুরু হয়। এর ফলে যৌবন থেকে পরিণত অবস্থায় ক্ষয়চক্রের অগ্রগতি অতি ধীরগতিতে সম্পন্ন হয়। ভূমির উচ্চতা ও বৃষ্টিপাতের পরিমাণ ভীষণভাবে কমে যায় বলে, এই পর্যায়ের প্রথমভাগেই জলপ্রবাহের দ্বারা নগ্নীভবন প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। এর ফলে যৌবন থেকে পরিণত অবস্থায় ক্ষয়চক্রের অগ্রগতি অতিধীর সম্পন্ন হয়। ক্ষয়চক্রের প্রারম্ভে যখন বায়ুর কাজের প্রাধান্য সক্রিয় ছিল, তা এই সময় প্রাধান্য বিস্তার করে। 

প্রৌঢ় বা পরিণত পর্যায়ের বৈশিষ্ট্য-

শুষ্ক ক্ষয়চক্রের পরিণত পর্যায়
শুষ্ক ক্ষয়চক্রের পরিণত পর্যায়


1. বৃষ্টির পরিমাণ কমায় ভূমিরূপের পরিবর্তন এক্ষেত্রে দ্রুত ঘটে।

2. এই পর্যায়ে ভূমির উচ্চতা হ্রাস পেলেও সঞ্চয় কাজ বাড়ায় অববাহিকার তলদেশে উচ্চতা বাড়ে।

3. পর্বতের সম্মুখ অংশ ক্ষয়প্রাপ্ত হয়ে পশ্চাদ অপসারণ ঘটে। তাই উপত্যকা বিস্তৃত হয় ও জলবিভাজিকা সংকীর্ণ হয়।

4. পলল শঙ্কু ও বাজাদার বিস্তৃতি ঘটে।

5. পর্বতের সম্মুখ ভাগ ও বাজাদার মাঝের অংশে মৃদু, ঢালু শিলাগঠিত ভূমি পেডিমেন্ট সৃষ্টি হয়।

6. অববাহিকার বিস্তার বৃদ্ধিতে বায়ুর বেগ বাড়ে, অবরোহণ প্রক্রিয়া সক্রিয় হয়।

7. এই পর্যায়ের শেষে প্লায়া হ্রদগুলি শুকিয়ে যেতে থাকে।

8. মরু অপবাহন সৃষ্টি হয়।

শুষ্ক ক্ষয়চক্রের পরিণত পর্যায়
শুষ্ক ক্ষয়চক্রের পরিণত পর্যায়


D. বার্ধক্য পর্যায় (Old Stage)-

    ভূমিরূপ বিবর্তনে জলের কাজ যখন সম্পূর্ণভাবে বন্ধ হয় যায় এবং কেবল বায়ুর কাজ চলতে থাকে, তখন থেকে বার্ধক্য পর্যায় শুরু হয়। 

বার্ধক্য পর্যায়ের বৈশিষ্ট্য-

ডেভিসের ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়
শুষ্ক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়


1. জলধারার কাজ পুরোপুরি বন্ধ হয়ে বায়ুর কাজ শুরু হয়।

2. সমগ্র ভূমিরূপের উচ্চতা ও বন্ধুরতা কমে।

3. পেডিমেন্টগুলি পরস্পর যুক্ত হয়ে সমগ্র ভূভাগটি প্রায় সমতলে পরিণত হয়। একে Desert Pedi Plain / প্যানক্যান বলে।

4. এই সমপ্রায় ভূমির ওপর ক্ষয় প্রতিরোধকারী শিলাস্তর যে টিলা, অনুচ্চ পাহাড় দ্বীপের ন্যায় অবস্থান করে তাকে ইনসেলবার্জ বলে।

5. বায়ুর কাজ সর্বাধিক সক্রিয় হয় বলে সমপ্রায় ভূমিতে অপসারণ, গর্ত, বালিয়াড়ি প্রভৃতি সৃষ্টি হয়।

        উল্লেখ্য ভৌমজল পৃষ্ঠ হল শুষ্ক ক্ষয়চক্রের প্রকৃত ক্ষয়সীমা। কারণ এই ভৌমজল পৃষ্ঠের নীচের অংশ ভিজে থাকায় বায়ুর অপসারণ সম্ভব নয়।

ইনসেলবার্জ
ইনসেলবার্জ


Post a Comment (0)
Previous Post Next Post

Random Products