জিন্স ও জেফ্রিসের জোয়ারী মতবাদটি আলোচনা করো | Evs Pedia |

জিন্স ও জেফ্রিসের জোয়ারী মতবাদটি আলোচনা করো
জিন্স ও জেফ্রিসের জোয়ারী মতবাদ


জিন্স ও জেফ্রিসের জোয়ারী মতবাদ:

 

জনক: চেম্বারলিন ও মুলটনের গ্রহকণা মতবাদ ও ল্যাপলাসের নীহারিকা মতবাদের সীমাবদ্ধতা দূরীকরণ ও সমালোচক মতবাদ হলো জোয়ারী তত্ত্ব।

এই তত্ত্বের জনক- ব্রিটিশ বিজ্ঞানী স্যার জেমস জিন্স ও অধ্যাপক হ্যারল্ড জেফ্রিস (1918-19)

 

গ্রহ সৃষ্টি ও তত্ত্বের মূলকথা:

1. সূর্যের তুলনায় ভর ও আয়তনে বহুগুণ বড় একটি আগন্তুক নক্ষত্র নিজ গতিপথে সূর্যের কাছে আসে।

2. ওই নক্ষত্রের মাধ্যাকর্ষণের টানে সূর্যের গ্যাসীয় মণ্ডলে প্রবল জোয়ার সৃষ্টি হয়।

3. ওই নক্ষত্রটি যতই সূর্যের কাছে আসতে থাকে ততই আকর্ষণ ও জোয়ার বৃদ্ধি পেতে থাকে ফলে-

4. সূর্যের গ্যাসীয় পিণ্ডটি বড় ও লম্বাটে হয় ও দুই প্রান্ত সরু, মাঝখানটা মোটা হয়ে লম্বাটে মাকু বা পটলের আকার নেয়।

5. পটলাকার গ্যাসীয় পিণ্ডটির আকার বড় হতে হতে সূর্য থেকে বিচ্ছিন্ন হয়ে ছিটকে যায়।

6. অগ্রসরমান আগন্তক নক্ষত্রটি বিচ্ছিন্ন পিণ্ডটিকে ঘূর্ণন গতি প্রদান করে, যার ফলে পিণ্ডটি সূর্যের চারদিকে ঘুরতে থাকে।

7. এক সময় তাপ বিকিরণ করতে করতে পটলাকার পিণ্ডটি তরল থেকে কঠিন ও কঠিনতর হয়।

8. সময় পরে পটল পিণ্ডটি ভেঙে গিয়ে পৃথিবী সহ অন্যান্য নটি গ্রহ সৃষ্টি করে।

        উল্লেখ্য পটলের মধ্যভাগ থেকে বৃহৎ গ্রহ (বৃহস্পতি) ও প্রান্ত থেকে ক্ষুদ্র গ্রহের সৃষ্টি হয়েছে।

 

উপগ্রহ সৃষ্টি:

i. গ্রহগুলি প্রথমাবস্থায় নমনীয়, গ্যাসীয় তরল থাকাকালীন সূর্যের আকর্ষণে গ্রহ গুলিতে জোয়ার জনিত স্ফীতির সৃষ্টি হয়।

ii. গ্রহগুলি থেকে স্ফীত অংশ বিচ্ছিন্ন হয় এবং ধীরে ধীরে কঠিন থেকে উপগ্রহ সৃষ্টি হয়।  আগন্তক নক্ষত্র- সূর্যপৃষ্ঠে জোয়ার - সূর্যের গ্যাসীয় পৃষ্ঠের পটলাকার - বিচ্ছিন্ন পটলপিণ্ড - পটল পিন্ডের কাঠিন্য - ভাঙ্গন - গ্রহ সৃষ্টি

 

সমালোচনা :

1. বিজ্ঞানী বি.লেভিনের মতে অসীম মহাকাশের নক্ষত্রের মধ্যে এত বিশাল দূরত্ব আছে যে কোনো নক্ষত্রের পক্ষে সূর্যের উপর এতটা প্রভাব বিস্তার সম্ভব নয়।

2. সূর্য হালকা হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের সমষ্টি এবং গ্রহ,উপগ্রহগুলি ভারী লোহা, নিকেল ও অ্যালুমিনিয়ামে গঠিত। তাই সূর্য দেহ থেকে গ্রহ-উপগ্রহের সৃষ্টি হয়নি।

3. সৌরজগতের মাঝখান থেকে দুদিকে আয়তন অনুযায়ী গ্রহ-উপগ্রহের বিন্যাস ব্যাখ্যা করা যায়নি।

4. উৎপন্ন গ্রহ, উপগ্রহগুলির আবর্তন ও পরিক্রমণ গতি কিভাবে হল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

5. জেফ্রিস বিশ্বাস করতেন উৎপন্ন গ্রহগুলি দ্রুত তাপ বিকিরণ করে শীতল হয়ে বর্তমান অবস্থায় আসে। বিজ্ঞানীদের মতে বাস্তবে এই এত দ্রুত তাপ বিকিরণ সম্ভব নয়।

6. এই মতবাদ অনুসারে গ্রহ,উপগ্রহ ,উল্কা, ধূমকেতুর মোট কৌণিক ভরবেগ সৌরজগতের 98%এবং বাকি 2% ভরবেগ আছে সূর্যের।

সূর্যের অতি সামান্য অংশ কিভাবে মূল অংশ থেকে 98% ভরবেগ সঙ্গে নিয়ে এলো তার সঠিক ব্যাখ্যা মেলে না।

7. জেফ্রিস 1951তে গুটেনবার্গকে লেখা চিঠিতে তার তত্ত্বের ত্রুটির কথা স্বীকার করেন ও পরিমার্জনার কথা বলেন।

 

মূল্যায়ন:

1. তত্ত্বটি অতি সহজ ও সাবলীল।

2. এই তত্ত্ব দ্বারা চেম্বারলিন ও মুলটনের গ্রহকণা মতবাদ এবং ল্যাপলাসের নীহারিকা মতবাদের ত্রুটি দূর হয়।

3. পৃথিবীর কঠিনগত বৈশিষ্ট্যের বহু ব্যাখ্যা এই তত্ত্বে পাওয়া যায়।

4. আধুনিক বহু তত্ত্বের পথপ্রদর্শক হলো এই তত্ত্ব।

 

Post a Comment (0)
Previous Post Next Post

Random Products