ল্যাপলাসের নীহারিকা মতবাদ
ল্যাপলাসের নীহারিকা মতবাদ:-
• জনক: ফরাসি গণিতবিদ পিয়ের সীমন ল্যাপলাস 1796 খ্রী: তাঁর নীহারিকা মতবাদটি প্রকাশ করেন। ইহা 1755 খ্রী প্রকাশিত কান্টের নীহারিকা মতবাদের পরিমার্জিত এবং
বিজ্ঞানসম্মত মতবাদ।
• তত্ত্বের মূলকথা:
1.
সৌরজগতের আদিতে মহাশূন্যে এক বিশাল উত্তপ্ত নীহারিকা ছিল।
2. নীহারিকাটি
নিজ অক্ষের চারিদিকে প্রচণ্ড বেগে ঘুরত।
3.
নীহারিকাটি ক্রমশ তাপ বিকিরণে শীতল হতে থাকে। ফলে-
4. নীহারিকা
মধ্যস্থ পদার্থের সংকোচন ঘটে এবং সংকোচন যত বাড়ে, ঘূর্ণন বেগও তত বাড়ে।
5.
ঘূর্ণন বেগ একসময় এতই বৃদ্ধি পায় যে উহার নিরক্ষীয় মন্ডলে অপকেন্দ্র বল ও
অভিকর্ষ বল দুই-ই সমান হয়।
6.
নীহারিকার মধ্যভাগের চেয়ে কিনারার দিকে তাপ বিকিরণের হার বেশি ছিল, তাই বাইরের দিকটি বেশি সংকুচিত হয়।
7.
নীহারিকা গঠনকারী পদার্থের অবস্থা ও ঘূর্ণন গতি ও কেন্দ্রবিমুখ বলের ভারসাম্য নষ্ট
হয়। ফলে-
8.
নীহারিকার নিরক্ষীয় তলের প্রান্তভাগ থেকে নয়টি বলয় ছিটকে বেরিয়ে আসে। তাই-
9.নীহারিকার
কেন্দ্রীয় অংশ একটি নক্ষত্র বা সূর্যে পরিণত হয়।
10.
বিচ্ছিন্ন ঘূর্ণায়মান নয়টি বলয় থেকে 9 টি গ্রহ সৃষ্টি হয়।
11.
অনুরূপে নয়টি গ্যাসীয় বলয় থেকে আরও ক্ষুদ্র একাধিক বলয় ছিটকে মহাশূন্যে
বেরিয়ে যায় যা শীতল হয়ে উপগ্রহ সৃষ্টি করেছে।
12. এইভাবে আমাদের সৌরজগৎ অর্থাৎ সূর্য, পৃথিবী, গ্রহ ও অন্যান্য উপগ্রহের সৃষ্টি
হয়েছে।
• সমালোচনা:
1.
ল্যাপলাস আদি নীহারিকার কথা উল্লেখ করলেও সেটি কোথা থেকে তাপ সংগ্রহ করল, ঘূর্ণন বেগ পেল তা উল্লেখ করেননি।
2.
ঘূর্ণায়মান নীহারিকা থেকে কেবলমাত্র নয়টি বলয় ছিটকে গেল কেন (তার কম বা বেশি
যেতে পারত) তার ব্যাখ্যা এই তত্ত্বে নেই।
3.
এই তত্ত্বানুযায়ী সৌরজগতের বর্তমান কৌণিক ভরবেগ ব্যাখ্যা করা যায় না।
4.
বিভিন্ন উপগ্রহগুলি যে মূল গ্রহের আবর্তনের বিপরীতে আবর্তন করে
এবং মূল গ্রহের আবর্তনকাল অপেক্ষা উপগ্রহদের অনেক কম সময় লাগে এ সম্পর্কে
ল্যাপলাস ধারণা দেননি।
5. যদি
মূল নীহারিকার নিরক্ষীয় তল থেকে নটি বলয় বিভিন্ন সময়ে বিচ্ছিন্ন হয় এবং
নীহারিকাটির কেন্দ্রীয় অংশ সূর্যে পরিণত হয় তা হলে সূর্যের মধ্যভাগ স্ফীত হওয়ার
কথা, কিন্তু হয়নি।
6.
গ্রহ থেকে যদি উপগ্রহের সৃষ্টি হতো তাহলে গ্রহের আবর্তনের দিকে
উপগ্রহগুলি ঘুরত। কিন্তু বৃহস্পতি ও শনির ক্ষেত্রে এই নিয়ম ঘটে না।
7.
ইংরেজ পদার্থবিদ ম্যাক্সওয়েল ও জিন্সের মতে নীহারিকা থেকে বিচ্ছিন্ন হওয়া বলয়
গুলির ভর এত বেশি ছিল না যে সেগুলি জমাট বাঁধার জন্য উপযুক্ত অভিকর্ষজ আকর্ষণ
সৃষ্টি করতে পারে।
8. বস্তুর
ভর বেশি হলেই কৌণিক ভরবেগ বেশি হবে,কিন্তু
ল্যাপলাস এই ধারণা দেননি।
9. সংকোচনের
ফলে বিক্ষিপ্ত বস্তু বলয়াকার নাও হতে পারে এবং এই পৃথকীকরণ অবিরাম গতিতে চলতে
থাকে।
10.
ল্যাপলাসের মতে অন্য গ্রহের তুলনায় সূর্যের কৌণিক ভরবেগ বেশি, কিন্তু বাস্তবে তা নয়। গ্রহ গুলির মোট কৌণিক ভরবেগ 98%, যেখানে সূর্যের মাত্র 2%।
• গুরুত্ব :
1. এটি
কান্টের নীহারিকা মতবাদের তুলনায় বেশি বিজ্ঞানসম্মত।
2.
ল্যাপলাসের তত্ত্ব থেকে গ্রহগুলির আবর্তন ও পরিক্রমণ গতির তত্ত্ব পাওয়া যায়।
3.
বিভিন্ন গ্রহ যে একই তলে অবস্থান করছে- তার ব্যাখ্যা ল্যাপলাসের তত্ত্বে পাওয়া
যায়।
4.
তাঁর তত্ত্বে জানা যায় কীভাবে গ্রহগুলি প্রথমে গ্যাসীয়, পরে তরল ও শেষে শীতল ও ঘনীভূত হয়ে কঠিন ভূত্বক সৃষ্টি করে।
5.
তাঁর তত্ত্ব থেকে পৃথিবী ও সৌরজগতের উৎপত্তির সহজ ব্যাখ্যা পাওয়া যায়।