পেডিপ্লেন ও পেনিপ্লেনের পার্থক্য নিরূপণ করো।

 

পেডিপ্লেন ও পেনিপ্লেনের পার্থক্য
পেডিপ্লেন ও পেনিপ্লেনের পার্থক্য

পেডিপ্লেন ও পেনিপ্লেনের পার্থক্য নিরূপণ করো।

# বিষয় পেডিপ্লেন পেনিপ্লেন
1 প্রবক্তা ডব্লিউ এম ডেভিস তাঁর স্বাভাবিক ক্ষয়চক্রে এর ধারণা দেন। এল সি কিং শুষ্কতার ক্ষয়চক্রের ধারণা দেন
2 নামকরণ ল্যাটিন শব্দ "peni"এর অর্থ "প্রায়"এবং "plain"(সমভূমি) অর্থাৎ Peneplain বা সমপ্রায় ভূমি। জার্মান শব্দ "pedi" অর্থ পাদদেশ, "plain" অর্থ সমভূমি‌ অর্থাৎ "pediplain" হলো পাদদেশীয় সমভূমি।
3 অঞ্চল আদ্র জলবায়ু অঞ্চলে ইহা সৃষ্টি হয়। শুষ্ক মরু বা মরুপ্রায় অঞ্চলে।
4 সূচনা জলধারা ও নদীর কার্যে ইহা সৃষ্টি হয়। মূলত বায়ুর কার্যে।
5 ঢাল এই ভূমি কচ্ছপের পিঠের মতো উত্তল ঢাল যুক্ত। কিছুটা অবতল প্রকৃতির ঢাল যুক্ত।
6 উচ্চতা ইহা সমুদ্রতলের প্রায় কাছাকাছি উচ্চতায় অবস্থান করে। সমুদ্রতল থেকে অনেক উঁচুতে।
7 পাহাড় এর উপর অনুচ্চ অবশিষ্ট পাহাড় বা মোনাডনক অবস্থান করে। এর উপর অবশিষ্ট পাহাড় গুলোকে ইনসেলবার্জ ও বোনহার্ট বলে।
8 বিস্তৃতি ইহা সাধারণত স্বল্প স্থান জুড়ে অবস্থান করে। পাশাপাশি অবস্থিত একাধিক পেডিমেন্টের পারস্পরিক সংযোগে বিস্তীর্ণভাবে অবস্থান করে।
9 নদীর ভূমিকা এর উপর দিয়ে প্রবাহিত নদীগুলি অনুগামী ও পরবর্তী প্রকৃতির। শুধুমাত্র অনুগামী প্রকৃতির।
10 নদীর পতন এর উপর দিয়ে প্রবাহিত সব নদী সমুদ্রের উপর দিয়ে পতিত হয়। সব নদী কেন্দ্রীয় হ্রদে পতিত হয়।
11 জলনির্গম প্রণালী নদীগুলি কেন্দ্রবহির্মুখী জলনির্গম প্রণালী গড়ে তোলে। এক্ষেত্রে কেন্দ্রমুখী।
12 উপাদান ইহা মূলত নদীর পলি ও কাদার দ্বারা গঠিত হয়। ইহা বালি, নুড়ি, প্রস্তর খণ্ড, কাঁকর দ্বারা গঠিত হয়।
Post a Comment (0)
Previous Post Next Post

Random Products