আবদ্ধ ক্ষয়চক্র ও উন্মুক্ত ক্ষয়চক্রের মধ্যে পার্থক্য নিরূপণ করো | Evs Pedia |

আবদ্ধ ক্ষয়চক্র ও উন্মুক্ত ক্ষয়চক্রের মধ্যে পার্থক্য
আবদ্ধ ক্ষয়চক্র ও উন্মুক্ত ক্ষয়চক্রের মধ্যে পার্থক্য



আবদ্ধ ক্ষয়চক্র ও উন্মুক্ত ক্ষয়চক্রের মধ্যে পার্থক্য:

# আবদ্ধ ক্ষয়চক্র/ নিয়ম তত্ত্ব উন্মুক্ত ক্ষয়চক্র/ নিয়ম তত্ত্ব
1 এই প্রণালীতে কোনো অতিরিক্ত শক্তি বা বলের প্রয়োজন হয় না। অতিরিক্ত শক্তি ও পদার্থের সংযোজন ও নির্গমন হয়।
2 কেবলমাত্র প্রাথমিক শক্তির দ্বারা এই প্রণালী সংঘটিত হয়। অতিরিক্ত বাহ্যিক শক্তির অনুপ্রবেশ অবশ্যম্ভাবিক।
3 আবদ্ধ নিয়মতত্ত্বের ক্ষয়চক্র পৃথিবীতে কম দেখা যায়। ভূমিরূপ হল উন্মুক্ত প্রণালী, অধিকাংশ ক্ষয়চক্র পদ্ধতি উন্মুক্ত প্রকৃতির।
4 এই ক্ষয়চক্রের সমর্থক ডব্লিউ এম ডেভিস। বিজ্ঞানী ক্লিকমে, পেঙ্ক, স্ট্রলার, হ্যাক প্রমুখ।
5 ডেভিসের মতে ক্ষয়চক্র কোনোরূপ বাধাপ্রাপ্ত না হয়ে সর্বশেষ পরিণতিতে এগোয়। ক্ষয়কাজ শেষ না হওয়া পর্যন্ত কোনো ভূমিরূপ এর উত্থান হবে না। এক্ষেত্রে ক্ষয়চক্র চলাকালীন নতুনভাবে ভূমিরূপের উত্থান ও অবনমন হতে পারে।
Post a Comment (0)
Previous Post Next Post

Random Products