পেডিমেন্ট ও বাজাদার মধ্যে পার্থক্য নিরূপণ করো | Evs Pedia |

পেডিমেন্ট ও বাজাদার মধ্যে পার্থক্য
পেডিমেন্ট ও বাজাদার পার্থক্য



পেডিমেন্ট ও বাজাদার মধ্যে পার্থক্য নিরূপণ করো।

# বিষয় পেডিমেন্ট বাজাদা
1 সৃষ্ট জার্মান শব্দ "Pedi"= পাদদেশ "Mont"= পর্বত অর্থাৎ Pediment=পর্বতের পাদদেশে। স্পেনীয় শব্দ "Bahada" থেকে বাজাদার উৎপত্তি, যার অর্থ বহু পলল শঙ্কুর সহাবস্থান।
2 প্রকৃতি এটি ক্ষয়জাত ভূমিরূপ। এটি একটি সঞ্চয়জাত সমভূমি।
3 অবস্থান ইনসেলবার্জের নিচে ও বাজাদার উপরে। পেডিমেন্টের নিম্নসীমা।
4 সৃষ্টির শক্তি আবহবিকার, পুঞ্জিত ক্ষয় ও বায়ুর ক্ষয় এই ক্ষয়জাত সমভূমি সৃষ্টি করে। জলধারা বাহিত পদার্থ সঞ্চিত হয়ে সৃষ্টি হয়।
5 উপাদান এতে ভূমি শিলা উন্মুক্ত থাকে বা বড়ো শিলাখণ্ডের আস্তরণ থাকে। এর ঊর্ধাংশে বড়ো দানা, নিম্নাংশে ছোট দানার সঞ্চয় ঘটে।
6 ঢাল এর ভূমির ঢাল বেশি। এর ঢাল কম।
7 ঢালের বিস্তার উচ্চ অংশে ১০-১৫ ডিগ্রি, নিম্ন অংশে ১-৭ ডিগ্রী। উচ্চ অংশে ৮- ১০ ডিগ্রী, নিম্ন অংশে ০-১ ডিগ্রী।
8 উচ্চতা প্লায়া হ্রদের জল পৃষ্ঠ থেকে এর উচ্চতা অনেক বেশি। প্রায় প্লায়া হ্রদের জলতলের উচ্চতায় অবস্থান করে।
9 শ্রেণীবিভাগ আবৃত পেডিমেন্ট, মিলিত পেডিমেন্ট, ব্যবচ্ছিন্ন পেডিমেন্ট। বিশেষ শ্রেণীবিভাগ নেই।
10 নামকরণ ইহার নামকরণ করেন A.K Ailbert (1977)। উল্লেখিত নয়।
11 আকৃতি আড়াআড়ি পার্শ্ব চিত্রে এটি অবতল প্রকৃতির। অপেক্ষাকৃত মৃদু উত্তলাকার।
12 পলল ব্যজনী পলল ব্যজনী থেকে সৃষ্টি হয়। এক্ষেত্রে একত্রিত হয়ে সৃষ্টি হয়।
Post a Comment (0)
Previous Post Next Post

Random Products